বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত: এক বছরে ৩৩ হাজার ৫ শত ৯৩ ব্যাগ রক্ত সংগ্রহ

Event Image

বিএমইউতে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত: এক বছরে ৩৩ হাজার ৫ শত ৯৩ ব্যাগ রক্ত সংগ্রহ

Event Date: June 18, 2025 | Category: Event

বিএমইউতে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫ উদযাপিত

এক বছরে ৩৩ হাজার ৫ শত ৯৩ ব্যাগ রক্ত সংগ্রহ 
  ডে-কেয়ারে ১১ হাজার ৫ শত ২ রোগীকে সেবা প্রদান

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে আজ ১৮ জুন ২০২৫ইং তারিখে বিশ্ব রক্তদাতা দিবস (১৪ জুন) ২০২৫ উপলক্ষে বিএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সম্মানিত স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা সনদ প্রদান ও সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে ৩৩ হাজার ৫ শত ৯৩ ব্যাগ রক্ত বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদভাবে সংগ্রহ করা হয়। ওই বছরে স্বেচ্ছায় রক্তদাতাদের সংখ্যা ছিল ৩৭৯ জন, অন্যরা ছিলেন রোগীর আত্মীয়-স্বজন। এসকল রক্ত যথাযথভাবে স্ক্রীনিং করা হয়। স্ক্রীনিং করে উক্ত রক্তে ১১৬ জনের হেপাটাইটিস বি, ৭ জনের হেপাটাইটিস সি, ৬ জনের এইচআইভি এবং ৪৩ জনের সিফিলিস পাওয়া যায়। যে সকল রক্তে হেপাটাইটিস বি, সি, এইচআইভি  ও সিফিলিস পাওয়া যায় তা ফেলে দিয়ে বাকী নিরাপদ রক্ত রোগীদের জন্য ব্যবহার করা হয়। গত বছর উক্ত বিভাগের উদ্যোগে সংগ্রহকৃত রক্ত থেকে ১৩ হাজার ৫ শত ৯৫ ব্যাগ লোহিত কণিকা,  ১২ হাজার ৭ শত ১০ ব্যাগ প্লাটিলেট এবং একই সংখ্যক ব্যাগ প্ল্যাজমা তৈরি করে রোগীদের জীবন বাঁচাতে ব্যবহার করা হয়। গত বছরে রোগীদের রক্তে এন্টিবডি রয়েছে কিনা সে বিষয়ে স্পেশালইজড ল্যাবরেটরিতে প্রায় ৫ হাজার পরীক্ষা করা হয়। ওই বছরে ডে-কেয়ার সেন্টারে ১১ হাজার ৫ শত ২ জন রোগীকে নিরাপদ রক্তের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, রক্তের মাধ্যমে রোগীদের সেবা প্রদানের গুণগত মান অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। নিরাপদ রক্ত পরিসঞ্চালনেদেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের মাধ্যমে নিরাপদভাবে রক্ত সংগ্রহ করে রোগীদের সেবাদান, ছাত্রছাত্রীদের উন্নত উচ্চ শিক্ষা প্রদানে বিরাট অবদান রাখছে। তবে গবেষণায় আরো গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়নর) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, রক্তে বিকল্প রক্ত। রক্তদাতাদের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। তাদের রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। দেশব্যাপী নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিতকরণে আরো জোর দিতে হবে। এই বিষয়ে জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। তিনি তার বক্তব্যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের আরো উন্নয়ন ও প্রসারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতার স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মান জানিয়ে বলেন, অনেক সময় এমন রোগীও থাকে যে ১০ ব্যাগ নিরাপদ রক্তের ব্যবস্থা করে রোগীর অস্ত্রোপচার শুরু করতে হয়। তাই চিকিৎসাসেবায় রক্ত বিশেষ করে নিরাপদ রক্ত যে কতটা প্রয়োজনীয় তার সহজেই অনুধাবন করা যায়। বিএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উন্নয়নে প্রয়োজনীয় জায়গা, জনবল নিশ্চিত করাসহ আরো সুন্দর পরিবেশ প্রতিষ্ঠায় অত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন যথাসাধ্য সহযোগিতা করবে।

বিএমইউর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন বক্তব্যে রক্তদানের সক্ষম এমন ব্যক্তিদের জন্মদিনসহ বিভিন্ন উপলক্ষে বছরের কমপক্ষে একবার রক্তদানের আহ্বান জানান। 

উক্ত সেমিানরে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শরমিন মিয়া ও ডা. নাদিয়া শারমিন তৃষা। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. ফারাহ আনজুম সোনিয়া। উক্ত অনুষ্ঠানে পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কদ্দুস বিপ্লব, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহিন, সহকারী অধ্যাপক ডা. সুবর্না সাহা প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ, টেকনোলজিস্টবৃন্দ ও স্বেচ্ছায় রক্তদাতাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার। 

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions