বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে শিশুদের লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

Event Image

বিএমইউতে শিশুদের লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

Event Date: November 8, 2025 | Category: Event

বিএমইউতে বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন 
এর ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
শিশুদের গ্যাস্ট্রিক, লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যার প্রতিকার, প্রতিরোধ, 
জনসচেতনা বৃদ্ধি, সর্বাধুনিক চিকিৎসাসেবার উপর গুরুত্বারোপ 

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আজ শনিবার ৮ নভেম্বর ২০২৫ইং তারিখে বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন এর ২ দিনব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনারসহ নানা আয়োজন করা হয়। গুরুত্বপূর্ণ এই সম্মেলনে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন বিষয়ক ৬ শতাধিক শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এতে দেশীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নেন। এই আন্তর্জাতিক সম্মেলনে শিশুদের গ্যাস্ট্রিক, লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যার প্রতিকার, প্রতিরোধ, সচেতনা বৃদ্ধি, সর্বাধুনিক চিকিৎসাসেবা ও শিশু বিষয়ক গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসাসবো কার্যক্রম প্রসারের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন বিষয়ে গবেষণা ও চিকিৎসা শিক্ষার বিষয়ে আরো গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন এর  সভাপতি অধ্যাপক ডা. এএসএম বজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি সম্মানিত মহাসচিব অধ্যাপক ডা. মোঃ রোকনুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সম্মানিত কোষাধ্যক্ষ ডা. মোঃ আতিয়ার রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, দেশে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা অনেকটা দূর হলেও নতুন করে সমস্যা দেখা দিয়েছে শিশুদের মাঝে ফাস্টফুড, জাঙ্কফুড ইত্যাদি খাওয়ার তীব্র প্রবণতা। এখন থেকে এই প্রবণতা থেকে শিশুদেরকে বিরত করা না গেলে ভবিষ্যতে এটা বড় ধরণের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার সাথে শিশুদের গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন এর বিষয়টি ওতোপ্রোতভাবে জড়িত। তাই কি ধরণের খাবার খাওয়া প্রয়োজন এবং কি কি খাবার খাওয়া উচিত না সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে।

অন্য বক্তারা জানান, বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রশন এর আন্তর্জাতিক সম্মেলন শিশুদের হেপাটাইটিস, ডায়ারিয়া, ক্রনিক লিভার ডিজিজ প্রতিরোধ, এই বিষয়ে জনসচেতনা বৃদ্ধি, চিকিৎসকদের মাঝে জ্ঞানের আদান প্রদানসহ শিশুদের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক চিকিৎসার প্রসার ও গবেষণায় বিরাট অবদান রাখবে। এছাড়া শিশুদের সু-স্বাস্থ্যের জন্য অপরিহার্য যথাযথ পুষ্টির নিশ্চয়তা প্রদানেও ভূমিকা রাখবে।   

সেমিনারে আরো জানানো হয় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে শিশুদের লিভার রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টিজনিত সমস্যার উন্নত চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। একই সাথে এ বিষয়ে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। 
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: ও নিউজ: প্রশান্ত মজুমদার। 

Other News & Events

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions