বিএমইউতে টিচিং ম্যাথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে আজ রবিবার ৯ নভেম্বর ২০২৫ইং তারিখে টিচিং ম্যাথডলোজি এন্ড এ্যাসেসমেন্ট (Training Workshop on: Teaching Methodology and Assessment for Faculty Members of BMU) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বিএমইউর ৪০ জন সম্মানিত ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। আজ সকালে কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর পেশেন্ট সার্ভিস, পেশেন্ট ম্যানেজমেন্ট, কারিকুলামসহ বিভিন্ন বিষয় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। কর্মশালায় উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হকসহ সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় অধ্যাপক ডা. মোঃ আব্দুল ওয়াব খান, অধ্যাপক ডা. মোঃ হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. মোঃ আবদাল মিয়া, ডা. মোঃ রাসেল আহমেদ খান, অধ্যাপক ডা. ব্রিগিডিয়ার জেনারেল আহসান হাবিব, অধ্যাপকা ডা. মোঃ কাজী খায়রুল আলম গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ উপস্থাপন করবেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।