বিএমইউ ও বৃটিশ কাউন্সিল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ও বৃটিশ কাউন্সিল, বাংলাদেশ এর মধ্যে আজ বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ইং তারিখে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর উপস্থিতিতে এই এমওইউ স্বাক্ষরিত হয়। বিএমইউ এর পক্ষে স্বাক্ষর করেন এ্যানেসথেশিয়া বিভাগের শিক্ষক ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান। এসময় এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোস্তফা কামালসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। প্রফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় এই চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইংরেজি ভাষাতে প্রয়োজনীয় দক্ষতার আরো উন্নতি করা বিশেষ করে প্রেজেনটেশন স্কিলস, ইন্টার পারসোনাল কমিউনিকেশনস স্কিলস, ইফেক্টিভ পাবলিক স্পিকিং স্কিলস ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।