বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

A memorandum of understanding (MoU) signed between BMU and the NSU

Event Image

A memorandum of understanding (MoU) signed between BMU and the NSU

Event Date: November 10, 2025 | Category: Event

এআই প্রযুক্তির ব্যবহারসহ যৌথ গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে 
বিএমইউ এবং এনএসইউ এর মধ্যে সমঝোতা স্মারক

এআই প্রযুক্তির ব্যবহারসহ যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) আজ ১০ নভেম্বর ২০২৫ইং তারিখে স্বাক্ষরিত হয়েছে। উন্নত প্রযুক্তি ও এআই এর ব্যবহারের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে বিরাট অবদান রাখবে এই সমঝোতা স্মারক। রোগ নির্ণয়ে নির্ভুলতা নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিনিময় করা, এআই মডেল তৈরি ও বাস্তবায়নের ক্ষেত্রে একাডেমিক এবং প্রযুক্তিগত সহায়তা পাওয়া, রোগ নির্ণয়ে নিত্য নতুন উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখবে এই সমঝোতা। বিশেষ করে নিখুঁতভাবে ক্যান্সার নির্ণয় ও উন্নত চিকিৎসায় অবদান রাখবে আজকের এই মহৎ উদ্যোগ। এমওইউতে বিএমইউর পক্ষে স্বাক্ষর করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। নর্থ সাউথ ইউনিভার্সিটির এর পক্ষে স্বাক্ষর করেন উক্ত ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, পিএইচডি। এছাড়াও বিএমইউর পক্ষে বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স এর সাবেক ডিন অধ্যাপক ডা. শিরীন তরফদার, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মনির উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এরমধ্যে সমঝোতা স্মারকে

ক্লিনিক্যাল অনকোলজী বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো: আকরাম হোসেন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর গণিত বিভাগের অধ্যাপক মুনীর উদ্দীন দুই বিভাগের গবেষণা কাজ 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন রেডিওথেরাপি কন্টিউরিং' এর জন্য স্বাক্ষর করেন। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে ‘বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি: এ্যাডভান্সিং মেডিক্যাল এডুকেশন, রিসার্চ এন্ড হেলথকেয়ার পার্টনারশিপস’ বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মনির উদ্দিন ‘এ্যাডভান্স রিসার্চ অন বায়োমেডিক্যাল ডাটা ফর প্রিসিশন ডায়াগনোসিস এপ্লাইয়িং মাল্টিমোডাল-এআই’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, এনএসইউর অধ্যাপক দীপক কুমার মিত্র।

বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের বর্তমান প্রশাসন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উন্নত প্রযুক্তির এই যুগে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যখাতকেও সেভাবেই এগিয়ে নিতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রয়োজন দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করা। আজকের এই সমঝোতা স্মারক সেরকমই একটি উদ্যোগের বাস্তব প্রতিফলন। যার মূল লক্ষ্য রোগীদের সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান করার সাথে সাথে উন্নত গবেষণা ও গুণগত শিক্ষা কার্যক্রমকেও এগিয়ে নেওয়া।   

নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, পিএইচডি বলেন, বিশ্বে চিকিৎসা বিজ্ঞান অভাবনীয়ভাবে এগিয়ে গেছে। নিত্যনতুন উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনীর মাধ্যমে নির্ভুলভাবে রোগ নির্ণয় থেকে শুরু করে উন্নত চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমেও বিরাট অবদান রাখছে। বিএমইউ এবং এনএসইউর মধ্যে এই সমঝোতা স্মারক নিখুঁতভাবে রোগ নির্ণয়সহ সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান ও যৌথ গবেষণায় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।   

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বিএমইউর সম্মানিত ডিন অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরী, ডিন ডা. সাখাওয়াত হোসেন, নিউরোসার্জন ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Other News & Events

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions