বিএমইউতে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত
বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি এন্ড ইমেজিং এর উদ্যোগে আজ শনিবার ৮ নভেম্বর ২০২৫ইং তারিখ সকালে বিএমইউ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার সম্মানিত রেজিস্ট্রার ও বিশিষ্ট রেডিওলজিস্ট অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। উক্ত র্যালিতে বিএমইউর রেডিওলজি ও ইমেজিং বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি এন্ড ইমেজিং এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, রোগ নির্ণয় ক্ষেত্রে রেডিওলজি একটি অপরিহার্য বিষয়। তাই চিকিৎসা বিজ্ঞানে রেডিওলজির গুরুত্ব অত্যন্ত বেশি। এক্সরে, সিটিস্ক্র্যান, এমআরআই, আলট্রাসাউন্ডসহ অসংখ্যা পরীক্ষা-নিরীক্ষা এবং এর সঠিক ও নির্ভুল রিপোর্ট প্রদান এই বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এই যুগে আধুনিক রেডিওলজির আরো প্রসার সময়েরই দাবি। বর্তমানে সময়ে রেডিওলজি রাগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষার সাথে সাথে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে গবেষণা বিরাট অবদান রাখছে।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।