বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে Helping Adolescents Thrive (HAT) মডিউলের উপর কর্মশালা অনুষ্ঠিত

Event Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে Helping Adolescents Thrive (HAT) মডিউলের উপর কর্মশালা অনুষ্ঠিত

Event Date: July 1, 2025 | Category: Event

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে 
Helping Adolescents Thrive (HAT) 
মডিউলের উপর কর্মশালা অনুষ্ঠিত

Review Workshop on Contextual Adaptation of the Helping Adolescents Thrive (HAT)
Module in Bangladesh

২৫শে জুন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে Helping Adolescents Thrive (HAT) মডিউলের উপর একটি  কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ইউনিসেফ, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল HAT মডিউল বাংলাদেশের সংস্কৃতি ও পটভূমির সাথে খাপ খাইয়ে এদেশের কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপযোগী করে এবং শিক্ষক, কেয়ারগিভার এবং ফ্যাসিলিটেটরদের জন্য কিভাবে উপযোগী ও কার্যকরী করে তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করা।  

সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ডাঃ মোঃ সুলতান আহমেদ, ডিরেক্টর, এমসিএইচ-সার্ভিসেস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, এবং ডা. দেওয়ান মো. এমদাদুল হক, হেলথ ম্যানেজার, ইউনিসেফ বাংলাদেশ। কর্মশালাটি সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, চেয়ারম্যান, পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগ, ডিন, প্রিভেন্টিভ এন্ড সোশাল মেডিসিন অনুষদ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. ফারিহা হাসিন HAT এর চারটি মডিউল (ম্যাগনিফিসিয়েন্ট মেই, টিচার্স গাইড, ফ্যাসিলিটেটরস গাইড, কেয়ারগিভারস সাপোর্ট ওয়ার্কশপ: ফ্যাসিলিটেটর গাইড) সর্ম্পকে একটি উপস্থাপনা করেন এবং এই মডিউলগুলোকে কিভাবে বাংলাদেশের সংস্কৃতি ও পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাইয়ে বাংলাদেশের কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক ও ফ্যাসিলিটেটরদের জন্য উপযোগী করে তৈরি করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন।

সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার, এডোলেসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর, ডাঃ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, এনসিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, ডাঃ মনজুর হোসেন, প্রোগ্রাম ম্যানেজার, এমসিআরএএইচ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাঃ মোঃ সুলতান আহমেদ, ডিরেক্টর, এমসিএইচ-সার্ভিসেস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর; অধ্যাপক ড. একিউএম শফিউল আজম, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়; আফতাবী মাসুম, এক্টিং ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্ট্‌র, সমাজসেবা অধিদপ্তর, মাহবুব হোসেন, প্রজেক্ট অফিসার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ডা. দেওয়ান মো: ইমদাদুল হক, হেলথ ম্যানেজার, ইউনিসেফ।

এছাড়াও কিশোর-কিশোরী, ইসলামিক ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, BRAC IED, ICDDRB, WHO, UNICEF, সাজেদা ফাউন্ডেশন থেকে প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন), কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্মশালায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ   গুরুত্ব আরোপ করেন এবং এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ব্যাপারে উৎসাহিত করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণ ৪টি মডিউলের উপর বিষদ আলোচনা করেন ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন।

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions