বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

Yunnan-Bangladesh medical education and health care collaboration

Event Image

Yunnan-Bangladesh medical education and health care collaboration

Event Date: April 21, 2025 | Category: Event

বিএমইউতে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম (Yunnan-Bangladesh medical education and health care collaboration) আজ সোমবার ২১ এপ্রিল ২০২৫ইং তারিখে সুপার স্পেশালাইজ হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) পরবর্তী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর জিয়া জুয়েশান (Prof. Xia Xueshan). সভাপতিত্ব করেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে কুনমিং ইউনিভার্সিটি অফ সাইন্স অব টেকনোলজি এর ভাইস প্রেসিডেন্ট  Mr. Pan Xuejun, ইউনান ইউনিভার্সিটি অফ চাইনিজ মেডিসিন এর ভাইস প্রেসিডেন্ট Ms. Yu Jie, কুনমিং মেডিক্যাল ইউনিভর্সিটির ডিরেক্টর Ms. Guo Haiyun, ইউনান ভোকেশনাল কলেজ অফ ফিন্যানন্স এন্ড ইকোনোমিক্স এর ভাইস প্রেসিডেন্ট Ms. Shen Yuqiong, প্রমুখসহ বিএমইউর সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর জিয়া জুয়েশান চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম, চীনের ট্রাডিশনাল মেডিসিন সেবাসহ বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্প্রতি যে বৈঠক হয়েছে তা দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতের পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি দেশের উচ্চতর মেডিক্যাল শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা প্রদান ও গবেষণায় প্রধানতম প্রতিষ্ঠান। আজকের অনুষ্ঠানের মাধ্যমে চীনের কুনমিং ইউনিভার্সিটিসহ ইউনান প্রদেশে বিদ্যমান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তিগত প্রতিষ্ঠান সমূহের সুযোগকে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে কাজে লাগানোর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রোবটিক সার্জারি চালু, সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চালুসহ বিভিন্ন জটিল জটিল চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে মাননীয় উপাচার্য মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
প্রো ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার তাঁর বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি ও কুনমিং ইউভার্সিটির মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, নলেজ শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফার, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, অবকাঠামোগত উন্নয়নের বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, আজকের অনুষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিসহ দেশের মেডিক্যাল শিক্ষা ও সামগ্রিক স্বাস্থ্যখাতের জন্য নতুন এক মাইলস্টোনের শুভ সূচনা করেছে। চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ দশমিক ২০ মিলিয়ন ইউএস ডলার বরাদ্দ দিবে। যা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় চীনের সহযোগিতার নতুন দুয়ার খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন সম্মানিত কোষাধ্যক্ষ।
এদিকে ২০ এপ্রিল ২০২৫ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্মাক্ষর হয়।  সেখানে বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনের ইউনান প্রদেশের গর্ভনর ওয়াং ইউবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। ওই দিন  “চীন-বাংলাদেশ পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার: ইউনান এডুকেশন এ্যান্ড হেলথ প্রমোশন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনীরও আয়োজন করা হয়।  
এই  সমঝোতা স্মারক (MoU) স্মারক হওয়ায় চীন-বাংলাদেশের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন অধ্যায়ের শুরু হলো। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এক্ষেত্রে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি, আধুনিক চিকিৎসা প্রযুক্তি শেয়ার এবং স্কলারশিপ প্রাপ্তির সুযোগ তৈরি হবে ওই এমওইউ এর মাধ্যমে। ওই উদ্যোগ বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে জনস্বাস্থ্য, সংক্রামক রোগ এবং চিকিৎসা প্রশিক্ষণ বিষয়ে চীনের অগ্রগতি বাংলাদেশকে কার্যকরভাবে সহায়তা করতে পারবে। রোগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবন, স্বাস্থ্য নিরাপত্তা, টেকনিক্যাল ট্রেনিং, যৌথ গবেষণা কার্যক্রমে ভূমিকা রাখবে। চীনের ইউনান প্রদেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে পারস্পরিক উন্নয়ন ও বোঝাপড়া গড়ে তোলায় বিশেষ ভূমিকা রাখবে ওই এমওইউ।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions