১৪ জুলাই ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ‘আপডেড অন ওরাল ক্যান্সার’ বিষয়ক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক (Prof. Dr. Deen Mohd. Noorul Huq) । বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান (Prof. Dr. Mohammed Atiqur Rahman), উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মাহমুদা আক্তার এবং অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।