বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

University Central Seminar on Dental Pulp Tissue: A New Hope for Regenerative Medicine

Event Image

University Central Seminar on Dental Pulp Tissue: A New Hope for Regenerative Medicine

Event Date: April 22, 2025 | Category: Event

বিএমইউতে “ডেন্টাল পাল্প টিস্যু: রিজেনারেটিভ মেডিসিনের নতুন আশা” শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
দাঁতের মজ্জা থেকে উদ্ভাবিত স্টেম সেল থেকে মানবদেহের ক্ষতিগ্রস্ত টিস্যু প্রতিস্থাপনের অপার সম্ভাবনা
চালু করা হবে স্টেম সেল ব্যাংক: প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-তে “ডেন্টাল পাল্প টিস্যু: রিজেনারেটিভ মেডিসিনের নতুন আশা (Dental Pulp Tissue: A New Hope for Regenerative Medicine)” শীর্ষক সেন্ট্রাল সেমিনার আজ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ইং তারিখ সকালে ইউনিভার্সিটির এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল সেমিনার সাব কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. আফজালুন নেছা এর সভাপতিত্বে ও ডা. খালেদ মাহবুব মোর্শেদ (মামুন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, দাঁতের মধ্যকার মজ্জা থেকে উদ্ভাবিত স্টেম সেল থেরাপির মাধ্যমে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের  চিকিৎসা করার সুযোগ রয়েছে। লিভার, কিডনীর ক্ষতিগ্রস্ত টিস্যু প্রতিস্থাপনে এই চিকিৎসা পদ্ধতি কার্যকর। ¯œায়ু রোগ, ডায়াবেটিস, হৃদরোগ, কার্ডিও ভাসকুলারসহ বিভিন্ন রোগের চিকিৎসাতেও স্টেম সেল ব্যবহারের সুযোগ রয়েছে। এই চিকিৎসা পদ্ধতি ছড়িয়ে দিতে পারলে চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সেমিনারে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, ক্লিনিক্যাল ‘অ্যাপ্লিকেশন এবং রিজেনারেটিভ মেডিসিনের ভবিষ্যত দৃষ্টিভঙ্গি (Clinical Applications and Future Perspectives in Regenerative Medicine)’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া এফসিপিএস ট্রেনি ডা. সিদ্দিকুল্লাহ, ‘ডেন্টাল পাল্প স্টেম সেলের জীববৈজ্ঞানিক সম্ভাবনা (Biological Potential of Dental Pulp Stem Cells)’ এবং রেসিডেন্ট ডা. কামরুল ইসলাম, ‘ডেন্টাল পাল্প টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের সহজ পদক্ষেপ (Simple Steps in Dental Pulp Tissue Engineering)’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগে স্টেম সেল প্রয়োগের মাধ্যমে দাঁতের আঘাতজনিত ও বিভিন্ন রোগের ফলে মরে যাওয়া দাঁতের মজ্জা পুনরুজ্জীবিত করার কাজ সফলভাবে চলছে। রেসিডেন্টগণসহ  উচ্চতর চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা এই চিকিৎসা পদ্ধতির সাথে সম্পৃক্ত রয়েছে। বিএমইউর অন্যান্য বিভাগে দাঁতের মজ্জা থেকে স্টেম সেল সংগ্রহ করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে প্রয়োগের উদ্দেশ্যে একটি স্টেম সেল ব্যাংক চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই স্টেম সেল ব্যাংকিং সেবাকে বিএমইউর এস্ট্যাবলিশমেন্ট সেন্ট্রাল রিসার্চ সেন্টারের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। তিনি আরো বলেন, স্টেম সেল থেরাপি যে একটি সফল চিকিৎসা পদ্ধতি তার প্রমাণ কিংস কলেজ অব লন্ডনের গবেষক দলের উদ্ভাবনী পদ্ধতি। যারা এক যুগ ধরে গবেষণা করে প্রমাণ করেছেন প্রাপ্ত বয়স্কদের পড়ে যাওয়া দাঁতের ফাঁকা স্থানে নতুন করে দাঁত গজানো সম্ভব।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির বর্তমান প্রশাসন রোগীদের সুবিধার্থে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিএমইউতে স্টেম সেল ব্যাংক প্রতিষ্ঠা বা স্টেম সেল ব্যাংকিং সেবাকে পুরো মাত্রায় চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু, ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions