বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) শুরু হয়েছে তিন দিনব্যাপী এভিডেন্স বেইসড মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা (Training Workshop on Evidence Based Medicine)। আজ মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ইং তারিখে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল বক্তব্য রাখেন ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এভিডেন্স বেইসড মেডিসিনকে সময়ের দাবি উল্লেখ করে বলেন, চিকিৎসা পেশায় এভিডেন্স বেইসড ট্রিটমেন্ট বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিডেন্স বেইসড চিকিৎসাবিদ্যা বাস্তবায়ন করা গেলে রোগীরা উপকৃত হবেন। গাইডলাইন ফলো করে চিকিৎসাসেবা দেয়া হলে রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন। চিকিৎসক ভিন্ন হলেও রোগীরা তাদের যথাযথ চিকিৎসা পাবেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অবস এন্ড গাইনী বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, শিশু বিভাগ এবং ইন্টারন্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় আইকিউএসি এর ২০ জন শিক্ষক, চিকিৎসক অংশ নিচ্ছেন। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং ডা. তারেক রেজা আলী। উল্লেখ্য, কর্মশালার দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল বক্তব্য রাখবেন বিএসএমএমইউ জার্নাল এর নির্বাহী এডিটর অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান। তৃতীয় দিনে রিসোস পার্সন হিসেবে মূল বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের ডেল মেডিক্যাল স্কুল এট ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন এর প্রফেসর রুমি আহমেদ খান, এমডি, এফসিসিপি।