বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

Collaborative program held between BSMMU and WHO

Event Image

Collaborative program held between BSMMU and WHO

Event Date: June 2, 2024 | Category: Event
Location: Shahid Dr. Milton Hall, BSMMU

বিএসএমএমইউ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঝে সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত

চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে একসাথে পথ চলার অঙ্গীকার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মাঝে আজ একটি সহযোগিতামূলক (Collaboration) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক (Prof. Dr. Deen Mohd. Noorul Huq) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জাং রানা (Dr. Bardan Jung Rana)| )। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে একসাথে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভার মূল বিষয় ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য সহযোগিতার মাধ্যমে একসাথে পথ চলা এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোচনা।

সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মহোদয় তাঁর বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও তরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্বমানের গবেষণা কার্যক্রম সম্পন্ন করা করার লক্ষ্যে প্রথমবারের মত ডব্লিউএইচও (WHO) কস্ট সেন্টার চালু করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, স্কুল সাইকোলজিস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক এ্যাডভাইসরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি, ডব্লিউএইচও এর রিজনাল ডাইরেক্টর জনাব সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে আন্তর্জাতিক গবেষক ডা. মঞ্জু রাণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসে ফ্যাকাল্টিদের গবেষণাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে নতুন গতি এনেছে।

সভায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক তার বক্তব্যে এমপিএইচ কারিকুলাম, বিএসএমএমইউ জার্নাল এবং শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ এবং গবেষণায় সহায়তা প্রদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গুরুত্বপূর্ণ ওই সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ মোস্তফা জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, বিএসএমএমইউ জার্নাল এবং বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল, সহকারী অধ্যাপক ডা. মোঃ মারুফ হক খান, সহকারী অধ্যাপক মোঃ রাসেল আহমেদ, প্রভাষক মোঃ হাসান প্রমুখ ছাড়াও বিভাগের গবেষকবৃন্দ এবং সকল ছাত্র-ছাত্রীগণ।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions