বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

Cochlear Implant Surgery Training Programme

Event Image

Cochlear Implant Surgery Training Programme

Event Date: April 20, 2025 | Category: Event

বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রায় ১০০০ কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন
চিকিৎসা পরবর্তী পুনর্বাসন, চূড়ান্ত ফলাফল নিয়ে গবেষণার উপর গুরুত্বারোপ
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) দিনব্যাপী কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম (Cochlear Implant Surgery Training Programme) আজ রবিবার ২০ এপ্রিল ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সকালে ১১তম কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম (প্রশিক্ষণ কর্মসূচী) এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। কর্মশালায় নাক কান গলা বিষয়ে উচ্চতর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, অটোলজিতে আগ্রহী চিকিৎসকসহ প্রায় ১০০ জন চিকিৎসক অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএমইউ এর অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি  বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, অডিওলজিস্ট, স্পিচ থেরাপিস্টগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচীতে জানানো হয়, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে এ পর্যন্ত প্রায় এক হাজার সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীর সফলভাবে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করা হয়েছে। যাদের মধ্যে নয় শতাধিক শিশু রয়েছে। কক্লিয়ার ইমপ্ল্যান্ট একটি ব্যয়বহুল চিকিৎসা কার্যক্রম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বিএমইউতে যে  প্রায় এক হাজার সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধীর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে তাদের মধ্যে মাত্র ৪১ জন নিজ খরচে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করেছে। অন্য সবাই নামমাত্র মূল্যে বিএমইউ এর উদ্যোগে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করেছে। যে সকল শ্রবণ প্রতিবন্ধীরা কক্লিয়ার ইমপ্ল্যান্ট করেছে তারা কক্লিয়ার ইমপ্ল্যান্ট এর পূর্বে কানে শুনতে না পাওয়ায় কথাও বলতে পারতেন না কিন্তু কক্লিয়ার ইমপ্ল্যান্ট করার পর তারা এখন কানে শুনতে পারছেন, কথা বলতে পারছেন এবং সমাজের বোঝা না হয়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন।    
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তাঁর বক্তব্যে গবেষণার উপর বিশেষ করে কক্লিয়ার ইমপ্ল্যান্ট পরবর্তী  চিকিৎসা, পুনর্বাসন, আউটকাম বা চিকিৎসার চূড়ান্ত ফলাফল নিয়ে গবেষণা ও বিশদ পর্যালোচনার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগাম এর সফলতা কামনা করে মাননীয় উপাচার্য মহোদয় বলেন, কক্লিয়ার ইমপ্ল্যান্ট এর মাধ্যমে অনেক শ্রবণ প্রতিবন্ধী শিশু আজ সমাজের মূল ¯্রােত ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, এটা একটা বিরাট অর্জন।    
অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান ও কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে উক্ত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা, সহযোগী অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশীদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কক্লিয়ার ইমপ্ল্যান্ট চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বিএমইউ প্রশাসনের কাছে সহায়ক জনবল নিয়োগ দেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।   
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions