বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় জার্নাল এর সম্পাদকীয় পর্ষদ (এডিটরিয়াল বোর্ড) এর একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক মহোদয় বিএসএমএমইউ জার্নাল এর সামগ্রিক উন্নয়নে বিশেষ করে একটি বিশ্বমানের জার্নাল হিসেবে অর্জিত সুনাম ধরে রাখাসহ উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মূলবান দিকনির্দেশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক তুহিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক বিএসএমএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক এম মোস্তফা জামান, বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিএসএমএমইউ জার্নাল এর সাথে জড়িত সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।