রবিবার ২৭ অক্টোবর ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত ‘মাল্টিডিসিপ্লিনারি সেমিনার অন ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান। স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৪ এর প্রতিপাদ্য হলো স্তন ক্যান্সার কারো একার লাড়াই না। বিএসএমএমইউর প্যাথলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।