বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও বিধিমালা-২০০৮” বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ইং রোজ: সোমবার সকাল ১০.০০ ঘটিকায় সেমিনার রুম, ব্লক - ই, ইপনা, ৩য় তলা, বিএসএমএমইউ-তে শুরু হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালায় মেডিসিন ও র্সাজারি বিভাগের বিভিন্ন বিভাগের বিভাগীয় ক্রয় কমিটি'র সভাপতি, সদস্য-সচিব বিভিন্ন অফিসের ক্রয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই কিউ এসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী। আজকের প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জনাব মোহাম্মদ ইউসুফ এবং আগামীকাল উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার জনাব আশিক আহমেদ শিবলী।