বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

“নির্ভুল রোগনির্ণয় ও চিকিৎসার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠি

Event Image

“নির্ভুল রোগনির্ণয় ও চিকিৎসার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠি

Event Date: July 15, 2025 | Category: Event

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে
“নির্ভুল রোগনির্ণয় ও চিকিৎসার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত
বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়ার যৌথ উদ্যোগে “নির্ভুল রোগনির্ণয় ও চিকিৎসার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির গুরুত্ব” শীর্ষক একটি তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ১৪ জুলাই ২০২৫ইং তারিখে বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারটি বাংলাদেশে সুনির্দিষ্ট রোগনির্ণয় ও লক্ষ্যভিত্তিক চিকিৎসা প্রয়োগে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির অপরিহার্য ভূমিকা তুলে ধরে। একই সাথে প্রেসিশান মেডিসিন উপরও গুরুত্বারোপ করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। মাননীয় ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বায়োমলিকুলার ল্যাবরেটরির প্রয়োজনীয়তার কথা বিস্তারিতভাবে উল্লেখ করেন। এই ধরণের সেমিনার ল্যাবরেটরিসমূহের মান উন্নয়ন, মেডিকেল ডায়াগনস্টিকস ও চিকিৎসায় অগ্রগতির পথকে ত্বরান্বিত করাসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখাবে বলেও উল্লেখ করেন।
সেমিনারের সূচনা বক্তব্য প্রদান করেন টিএমএসএস–এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। দেশি ও বিদেশি খ্যাতনামা বিশেষজ্ঞগণ মূল বক্তব্য উপস্থাপন করেন। অস্ট্রেলিয়ার অনকোলজিস্ট এবং MiHealthOmiX ও Xing-Technologies-BD এর চেয়ারম্যান ও সিইও অধ্যাপক ডা. পল মেইনওয়ারিং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রিসিশন মেডিসিন কীভাবে রোগীর চিকিৎসার মানোন্নয়ন করছে তা ব্যাখ্যা করেন। আন্তর্জাতিক মান ব্যবস্থাপনা পরামর্শক ও ISO ১৫১৮৯:২০২২ প্রকল্প নেতা শিলা উডকক বায়োমলিকুলার ল্যাবের ISO স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন। আইএসও পরিদর্শক ও কিউএমএস পরামর্শক প্যাট্রিক মাতেতা মেডিক্যাল ল্যাবরেটরি স্বীকৃতি প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, যিনি বাংলাদেশে প্রিসিশন মেডিসিন ও টার্গেটেড থেরাপির বর্তমান অবস্থা তুলে ধরেন। এছাড়া টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের প্রধান ও টিএমসি-র হিস্টোপ্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ডি.এম. আরিফুর রহমান একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সেমিনারে মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. হোসনে আরা বেগম; বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ; টিএমএসএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জাকির হোসেন। এছাড়া প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, ল্যাবরেটরি মেডিসিন, ও ভাইরোলজি বিভাগের চেয়ারপার্সনগণ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দও সেমিনারে অংশগ্রহণ করেন এবং তাৎপর্যপূর্ণ মতামত প্রদান করেন।
এই সেমিনারটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি চর্চার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রতিশ্রুতির প্রতিফলন এবং মেডিকেল ডায়াগনস্টিকস ও চিকিৎসায় অগ্রগতির পথকে ত্বরান্বিত করার একটি মাইলফলক হিসেবে বিবেচিত।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।
© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions