বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন মাননীয় উপাচার্য

Event Image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিলেন মাননীয় উপাচার্য

Event Date: January 7, 2025 | Category: Event

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের চিকিৎসার
খোঁজ-খবর নিলেন মাননীয় উপাচার্য
প্রতিদিন কর্তব্যরত চিকিৎসকের ফলোআপ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের রাউন্ডসহ
পাঁচজনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়নসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

আজ মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ইং তারিখে বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছে মাননীয় উপাচার্য মহোদয়ের

নেতৃত্বে বিএসএমএমইউ প্রশাসন। অত্র বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের মধ্যে মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন।  বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। মাননীয় উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত সকল রোগীদের আন্তরিকতার সাথে

সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মাননীয় উপাচার্য মহোদয় এসময় বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চলমান প্রক্রিয়া ত্বরানিত করার জন্য

সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আহত রোগীদের চিকিৎসা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে আজকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এগুলোর মধ্যে রয়েছেÑ প্রতিদিন কর্তব্যরত চিকিৎসক ফলোআপ নিশ্চিত করবেন। প্রতিদিন

বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ রাউন্ড দিবেন। পাঁচজনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়ন করে চিকিৎসার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। একজনের বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

রাউন্ড চলাকালে রোগীরা চিকিৎসকবৃন্দের আন্তরিকতার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং খাবার ও চিকিৎসার গুণগত মান উন্নত হওয়ায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন।

এসময় বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমসহ সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর

রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে

আহতদের জন্য গঠিত চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, পরিচালক  (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন,

উপ-পরিচালক ডা. মোঃ আবু নাছের, ডা. শরীফ মোঃ আরিফুল হক, সহকারী পরিচালক মোঃ আজিজুর রহমান, মোঃ মাসুদ আল হাসান, পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী, জাহানারা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।   


সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু।  নিউজ ও ছবি: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions