বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫ উদযাপিত

Event Image

বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫ উদযাপিত

Event Date: September 15, 2025 | Category: Event

বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫ উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫। আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। এসময় বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। র‍্যালিটি সঞ্চলনা করেন হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ। র‍্যালিতে দেশের খ্যাতনামা হেমাটোলজিস্টবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 
র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সেমিনারে ৩ জন বক্তা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও চিকিৎসকরা অংশ নেন। সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর ও সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ । বৈজ্ঞানিক সেমিনারের সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ রফিকুজ্জামান খান। 
বক্তারা বলেন, লিম্ফোমা দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসায় সফলতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ জন্য জনগণকে সচেতন করা এবং আধুনিক চিকিৎসা সুবিধার প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions