বিএসএমএমইউর বিএসসি ইন নার্সিং ১৪তম ব্যাচ ও এমএসসি ইন নার্সিং
৩য় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত
বিএসএমএমইউ বিএসসি ইন নার্সিং ১৪তম ব্যাচ ও এমএসসি ইন নার্সিং ৩য় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১লা মার্চ ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে বিএসএমএমইউর গ্রাজুয়েট নার্সিং বিভাগ ও এমএসসি নার্সিং বিভাগ এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেঃ জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তার বক্তব্যে চিকিৎসা সেবায় নার্সিং পেশার অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করে নবীন নার্সিং শিক্ষার্থীদের “লেডি উইথ দ্য ল্যাম্প” খ্যাত মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর আদর্শে উজ্জীবিত হয়ে নিজেকে আন্তর্জাতিকমানের নার্স হিসেবে গড়ে তোলার জোরালো আহ্বান জানান।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।