বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএসএমএমইউতে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উদযাপিত

Event Image

বিএসএমএমইউতে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উদযাপিত

Event Date: February 4, 2025 | Category: Event

বিএসএমএমইউতে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উদযাপিত
প্রতিরোধের উপর গুরুত্বারোপ

আজ ৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখে বিএসএমএমইউতে ক্যান্সার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনামূলক র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

র‌্যালিপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার তাঁর বক্তব্যে ক্যান্সার প্রতিরোধে আরো সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এসময় তিনি ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে বলেন। তিনি তাঁর বক্তব্যে ওরাল ক্যান্সার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য বিশেষ করে তামাক পাতা, জর্দ্দা ও সুপারি পরিহার করার জন্য সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান।

সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তাঁর বক্তব্যে ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।  তিনি বলেন, একটু সচেতন হলেই নারীরা  স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। তাছাড়া সময় মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, মেডিক্যাল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মোঃ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডনটিক্সস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions