বিএসএমএমইউতে ফায়ার ফাইটিং মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিএসএমএমইউর বেসিক ভবনের সামনে আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে একটি ফায়ার ফাইটিং মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় বিএসএমএমইউর সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সুপার স্পেশালাইজড হাসপাতালে অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শাহিদুল হাসান, প্রস্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ- রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের উপ-পরিচালক ডা. মোঃ আরিফুল হক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর অধিদপ্তরের জোন কমান্ডার মোঃ ফয়সালুর রহমান, স্টেশন অফিসার মোঃ আশেক আল মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: সাইফুল আজম রঞ্জু, ছবি: আরিফ খান, নিউজ: প্রশান্ত মজুমদার।