বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএসএমএমইউতে ইউরোলজি দিবস ২০২৫ উপলক্ষে গণসচেতনাতামূলক র‌্যালি

Event Image

বিএসএমএমইউতে ইউরোলজি দিবস ২০২৫ উপলক্ষে গণসচেতনাতামূলক র‌্যালি

Event Date: March 5, 2025 | Category: Event

বিএসএমএমইউতে ইউরোলজি দিবস ২০২৫ উপলক্ষে
গণসচেতনাতামূলক র‌্যালি
বিএসএমএমইউর ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ এসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জনস এর উদ্যোগে ইউরোলজি দিবস ২০২৫ উপলক্ষে আজ বুধবার ৫ মার্চ ২০২৫ইং তারিখে বিএসএমএমইউ ক্যাম্পাসে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। এবারে দিবসটির প্রতিপাদ্য ও শ্লোগান ছিল “কিডনী সমস্যা, ইউরোলজিষ্টই ভরসা”। র‌্যালিপূর্বক সমাবেশে বক্তারা রোগ প্রতিরোধ ও গণসচেতনার উপর গুরুত্বারোপ করেন।
র‌্যালিতে বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাঃ সাইদুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. এসএম ইউনুস আলী, সহকারী অধ্যাপক ডা. এ এস এম শফিউল আজম, সহকারী অধ্যাপক ডা. মোঃ নবিদ আলম, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, উপ-রেজিস্ট্রার ও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ আনিছ উর রহমান প্রমুখ ছাড়াও র‌্যালিতে বিএসএমএমইউসহ দেশের ইউরোলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: সাইফুল আজম রঞ্জু। ছবি: মো: আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions