বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউ ও আইসেসকো’র মধ্যে একাডেমিক-টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক সভা অনুষ্ঠিত

Event Image

বিএমইউ ও আইসেসকো’র মধ্যে একাডেমিক-টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক সভা অনুষ্ঠিত

Event Date: July 30, 2025 | Category: Event

বিএমইউ ও আইসেসকো’র মধ্যে একাডেমিক-টেকনিক্যাল সহযোগিতা বিষয়ক সভা অনুষ্ঠিত
মেডিকেল শিক্ষার আধুনিকায়ন ও গবেষণায় এআই এর প্রয়োগ নিয়ে আলোচনা
জলবায়ু পরিবর্তন, এনভায়রনমেন্টাল হেলথ, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ,
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিষয়ে গুরুত্বারোপ
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ইং তারিখে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (আসেসকো) (Islamic World Educational, Scientific and Cultural Organization (ICESCO) এবং বিএমইউ’র মধ্যে একাডেমিক-টেকিনিক্যাল কোলাবরেশন “(Academic-Technical Collaboration)” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চিকিৎসা সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ, মেডিকেল শিক্ষার আধুনিকায়ন এবং গবেষণায় সম্ভাব্য যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ’র মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রফেসর ডা. রাহিল কামার, হেড অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সেক্টর, আইসেসকো, রাবাত, মরক্কো।
বিএমইউ’র জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এরপর “ দি ফিউচার অফ মেডিক্যাল এডুকেশন উয়িথ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফর এআই-রিলেটেড এ্যাক্টিভিটিস এন্ড রিসার্চ (The Future of Medical Education with Human Resource Development for Al-Related Activities and Research)” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার সূচনা বক্তব্যে প্রফেসর ডা. রাহিল কামার ভবিষ্যতের মেডিকেল সায়েন্সে এআই-এর সম্ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন। পরে বিএমইউ’র বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষাবিদগণ তাঁদের মতামত তুলে ধরেন। আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডিন, বেসিক সায়েন্স ও প্যারা-ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, প্রফেসর ডা. মোঃ রুহল আমিন, ডিন, সার্জারি অনুষদ এবং সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন, ডিন, ডেন্টাল অনুষদ। এছাড়া আলোচনায় জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগ থেকে আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. এম. মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. মোঃ খালেকুজ্জামান এবং সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান।
আলোচনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বিএমইউ’র সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তাঁরা বাংলাদেশের স্বাস্থ্যখাতে এআই নির্ভর মেডিকেল শিক্ষা চালু করার দিকনির্দেশনা দেন এবং আইসেসকো সদস্য দেশগুলোর সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণের যৌথ সুযোগ নিয়ে আলোচনা করেন। আলোচনায় জলবায়ু পরিবর্তন, এনভায়রনমেন্টাল হেলথ, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন প্রফেসর ডা. রাহিল কামার এবং আইসেসকো’র পক্ষ থেকে বিএমইউ’র সঙ্গে যৌথভাবে এআই নির্ভর চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে বিএমইউ’র মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, এআই ভিত্তিক চিকিৎসা সেবা, রোবোটিক সার্জারি ও পুনর্বাসন সেবায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা আন্তরিক। তিনি আইসেসকো’র সঙ্গে যৌথ গবেষণা, ছাত্র-শিক্ষক বিনিময়, প্রশিক্ষণ কর্মশালা, পিএইচডি ও স্কলারশিপ কার্যক্রম চালুর ওপর জোর দেন।
প্রফেসর ডা. এম.এ. শাকুর, চেয়ারম্যান, ফিজিক্যাল মেডিসিন বিভাগ এবং সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা শেষ হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ডা. ফারিহা হাসেন, বিভাগীয় প্রধান, রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ, জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগ, বিএমইউ।
তথ্য সূত্রে: ডা. মারুফ হক খান।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।
© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions