বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউ এর গ্রাজুয়েট নার্সিং বিভাগের ‘ক্যাপিং সেরিমনি” অনুষ্ঠিত

Event Image

বিএমইউ এর গ্রাজুয়েট নার্সিং বিভাগের ‘ক্যাপিং সেরিমনি” অনুষ্ঠিত

Event Date: September 7, 2025 | Category: Event

বিএমইউ এর গ্রাজুয়েট নার্সিং বিভাগের ‘ক্যাপিং সেরিমনি” অনুষ্ঠিত
ঝুঁকি ও সীমাবদ্ধতার মধ্যেই সেবা দিয়ে রোগীদের মন জয় করতে হবে: অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, রোগীদের অসন্তুষ্টি দূর করা ও রোগীদের কষ্ট অনুধাবন করার প্রথম দায়িত্ব নার্সদের। নার্সদেরকে ঝুঁকি ও সীমাবদ্ধতার মধ্যে, নানা প্রতিকুলতার মধ্যে সেবা দিয়ে রোগীদের মন জয় করতে হবে। রোগীরা যেনো তাদের না বলা কথা নার্সদের কাছে বলতে পারেন। বাংলাদেশের নার্সিং পেশাকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে। আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ, রবিবার, শহীদ ডা. মিলন হলে গ্রাজুয়েট নার্সিং বিভাগের ১৪ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ‘ক্যাপিং সেরিমনি’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, সিঙ্গাপুর সার্ভিস দিয়ে উন্নত দেশ হয়েছে। বাংলাদেশ নার্সিং সার্ভিস দিয়ে বিশ্বে পরিচিত হওয়া সুযোগ রয়েছে। নার্সিং এমন একটি মহান পেশা যার গুরুত্ব শুধু সমাজে নয়, ধর্মেও রয়েছে। উন্নত নার্সিং সেবার মাধ্যমেই চিকিৎসাসেবা ব্যবস্থা পরিপূর্ণতা লাভ করতে পারে। তাই চিকিৎসাসেবার উন্নয়নে ও রোগীদের মন জয় করার লক্ষ্যে নার্সদেরকে সেবার মহান পেশা নার্সিং এ সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, পবিত্র ইসলাম ধর্ম ও ইসলামের ইতিহাসে নার্সিং সেবার গুরুত্ব বিশেষভাবে স্বীকৃত। মানবসেবায় আত্মনিয়োগের মাধ্যমে নার্সিং পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির বর্তমান প্রশাসন নার্সিং পেশার গুরুত্ব অনুধাবন করেই নার্সদের গবেষণার জন্য অনুদান দেওয়া শুরু করেছে। চিকিৎসাসেবায় নার্সিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নার্সিংসেবা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি যখন অসুস্থ হয়েছি, যখন আইসিইউতে চিকিৎসাধীন ছিলাম তা গভীরভাবে উপলব্ধি করেছি। বিএমইউ নার্সবৃন্দ, নার্সিং শিক্ষার্থীবৃন্দ মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে সেটাই আমাদের প্রত্যাশা।
মহতী এই অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থসমূহ পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন নার্সিং সঙ্গীত পরিবেশন, ক্যাপ প্রদান, শপথ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিএমইউর নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান এর সভাপতিত্বে ক্যাপিং সেরিমনি অনুষ্ঠানে শপথ পরিচালনা করেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব নুপুর ডি কস্তা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ হারুন অর রশিদ গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেবা তত্ত্বাবধায়ক জনাব রাশিদা বেগম। ক্যাপিং সেরিমনি অনুষ্ঠানে ১ শত নার্সিং শিক্ষার্থী শপথ নেন এবং গ্রাজুয়েট নার্সিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আকাশ। নিউজ: প্রশান্ত মজুমদার।
© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions