বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু

Event Image

বিএমইউর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু

Event Date: August 14, 2025 | Category: Event


রোগীদের ভোগান্তি দূর করতে বিএমইউর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে 
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু 

দুর্ভোগ এড়িয়ে সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে পরীক্ষা করানোর সুযোগ

প্রযুক্তির প্রয়োগে রেডিওলজি বিভাগকে এক নম্বর হতে হবে: অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম 

রোগীদের ভোগান্তি দূর করতে ও ভিড় এড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হয়েছে। এরফলে রোগীদেরকে এখন আর সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে করানোর জন্য ভোর থেকে এসে লাইনে দাঁড়াতে হবে না। আজ  বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ইং তারিখে এফ ব্লকের ৪র্থতলায় অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক  অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান। 

অধ্যাপক ডা. হাবিনা খাতুন জানিয়েছেন, বর্তমানে রোগীরা রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের মোট পরীক্ষার ৫০ শতাংশ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং পর্যায়ক্রমে রোগীদের সুবিধা অনুযায়ী এটা ১০০ শতাংশে উন্নীত করা হবে। 

আইসিটি সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.ac-তে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট মেন্যুতে ক্লিক করে পরবর্তীতে ‘ফর রেডিওলজি এ্যান্ড ইমেজিং’ এ ক্লিক করার পর অ্যাপয়েনন্টমেন্ট ফর্ম পূরণ করার পর চিকিৎসক এর পরামর্শ মোতাবেক তার প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। রোগীরা পরবর্তী তিন কর্ম দিবস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।  

উদ্বোধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, রেডিলজি এ্যান্ড ইমেজিং বিভাগকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এই বিভাগে সবচাইতে বেশি সর্বাধুনকি প্রযুক্তির প্রয়োগের সুযোগ রয়েছে। তাই প্রযুক্তির প্রয়োগে রেডিওলজি বিভাগকে এক নম্বর হতে হবে। রেডিলজি এ্যান্ড ইমেজিং বিভাগ এমন একটি বিভাগ যেখানে এর সম্প্রসারণের বড় ধরণের সুযোগ রয়েছে। আর এটা বাস্তবায়ন করতে পারলে রোগীরা উপকৃত হবেন। রেডিলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন  অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ যেমন কমে আসবে আবার পরীক্ষা-নিরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া কিছু কিছু অনাকাঙ্খিত, অনৈতিক বিষয়ও এড়ানো সম্ভব হবে।  

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর প্রধান তিনটি কাজ হলো গবেষণা, শিক্ষা ও চিকিৎসাসেবা। এরমধ্যে চিকিৎসাসেবার অংশ হিসেবে বহির্বিভাগে টিকেট সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য রশিদ সংগ্রহ করতে রোগীদের লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ  অপেক্ষা করতে হয়। এই সমস্যা দূর করার জন্য ও রোগীদেরকে কিছুটা স্বস্তি দেয়ার জন্য বিএমইউ এর বর্তমান প্রশাসন অনলাইন সেবা কার্যক্রম চালু ও জোরদার করেছে। 

মহতী এই আয়োজনে রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের সম্মানিত অধ্যাপক ডা. মোঃ মঈনুল আহসান, অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. এএসএম সাহিদুল হোসেন (বাবু), সহযোগী অধ্যাপক ডা. আখম আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোর্শেদা বেগম, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী কবির, সহযোগী অধ্যাপক ডা. জেরীন সুলতানা দীপা, সহযোগী অধ্যাপক ডা. তাহেরা সুলতানা, সহযোগী অধ্যাপক ডা. অনিন্দতা দত্ত, সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোঃ মেনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. সেলিনা রহমান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।  

সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions