শোক সংবাদ
বিএমইউর কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের
চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হোসেন এর ইন্তেকাল
মাননীয় উপাচার্য মহোদয়ের শোক প্রকাশ
নামাজে জানাযা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)র বিভাগের কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হোসেন বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোজ রবিবার ৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দের ভোর ৪টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিউমোনিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ৫ সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সববেদনা জ্ঞাপন করেছেন অত্র বিশ্বদ্যিালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।
এদিকে মরহুমের নামাজে জানাযা আজ সকাল ১০টায় বিএমইউর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন। মরহুমের নামাজে জানাযা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
নিউজ: প্রশান্ত মজুমদার।