বিএমইউতে ‘আপগ্রেডেশন অফ কারিকুলাম অফ এমডি ফরেনসিক মেডিসিন’ বিষয়ক কর্মশালা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে আজ শনিবার ১ নভেম্বর ২০২৫ইং তারিখে ‘আপগ্রেডেশন অফ কারিকুলাম অফ এমডি ফরেনসিক মেডিসিন’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য অধ্যাপক ডা. মুজাহারুল হক, দি মেডিকোলিগ্যাল সোসাইটি অফ বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান সরদার।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।