বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের জন্য ডেটা বিশ্লেষণ ও গবেষণাপত্র প্রকাশনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

Event Image

বিএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের জন্য ডেটা বিশ্লেষণ ও গবেষণাপত্র প্রকাশনা বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

Event Date: July 1, 2025 | Category: Event

বিএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের জন্য
ডেটা বিশ্লেষণ ও গবেষণাপত্র প্রকাশনা বিষয়ক
সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত
 
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের জন্য ডেটা বিশ্লেষণ ও গবেষণাপত্র প্রকাশনা বিষয়ক দক্ষতা উন্নয়ন বা সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা (Capacity Development Workshop for Health Professionals on Data Analysis and Manuscript publication) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১ জুলাই ২০২৫ইং তারিখে বিএমইউ এর শহীদ ডা. মিলন হলের এক্সটেশন কক্ষে বিশ্ববিদ্যালয়ের নিউন্যাটোলজি (নবজাতক) বিভাগ ও আইসিডিডিআর,বি এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় দেশের অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, নবজাতক বিশেষজ্ঞসহ দেশের স্বাস্থ্য পেশাজীবী শিক্ষক, চিকিৎসকরা অংশ নেন। কর্মশালায় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান, বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক ডা. শরীফুন নাহার, অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞানকে দক্ষতা ও সম্পদে পরিণত করতে অধিকতর চর্চার উপর গুরুত্বারোপ করেন।
সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এই ধরণের কর্মশালা প্রয়োজনীয় ডেটা বিশ্লেষণসহ উন্নত মানের থিসিস ও গবেষণা সম্পন্ন করা, থিসিস লেখা ও জার্নালে প্রকাশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালায় স্বাস্থ্য পেশাজীবীদের গবেষণামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা তথ্য বিশ্লেষণ করার দক্ষতা অর্জন, বৈজ্ঞানিক গবেষণাপত্র লেখার কৌশল শেখা, আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রকাশের প্রস্তুতি নেওয়া, গবেষণায় স্বচ্ছতা ও প্রামাণিকতা নিশ্চিত করা, ডেটা সংগ্রহ ও প্রস্তুতি, পরিসংখ্যান বিশ্লেষণের পদ্ধতি, সফটওয়্যার ব্যবহার, ফলাফল ব্যাখ্যা ও উপস্থাপন, গবেষণাপত্র লেখার কাঠামো ও কৌশল, রেফারেন্স ব্যবস্থাপনা, ত্রুটিসমূহ ও দুর্বলতা চিহ্নিত করা, জার্নাল নির্বাচন, গবেষণাপত্র লেখার ধাপসমূহ, সফল প্রকাশনার কৌশল, গবেষণার গুণগত মান নিশ্চিত করা, গবেষণাপত্র লেখার কাঠামো, জার্নালে প্রকাশনার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর প্রয়োজনীয়তা ও আবশ্যকীয়তার বিষয়টি উল্লেখ করা হয়।
সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।
© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions