বিএমইউতে শিশু সার্জারি বিশেষজ্ঞদের নিয়ে
থিসিস প্রোটোকল রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)তে দেশের শিশু সার্জারি বিশেষজ্ঞ, সম্মানিত শিক্ষকদের নিয়ে থিসিস প্রোটোকল রাইটিং (Workshop on Thesis Protocol Writing) বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা আজ বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ইং তারিখে বেসিক সাইন্স ভবনের নবমতলায় অনুষ্ঠিত হয়েছে। বিএমইউ এর পেডিয়াট্রিক (শিশু) সার্জারি বিভাগের উগ্যোগে এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি, ঢাকা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজসহ দেশের মোট ২৫ জন সম্মানিত শিশু সার্জারি বিশেষজ্ঞগণ এই কর্মশালায় অংশ নেন।
গুরুত্বপূর্ণ এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। কর্মশালায় তিনি দিক নির্দেশনামূলক, সময় উপযোগী, বাস্তবধর্মী, প্রজ্ঞাময় বক্তব্য রাখেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি। তিনি অবজেকটিভস, আনডারস্ট্যান্ডিং এ রিসার্চ প্রোটোকল, ডেভেলপিং রিসার্চ কোশ্চেনস এন্ড অবজেকটিভস, রাইটিং মেথোডলজি সেকশন, ইথিকস ইন ক্লিনিক্যাল রিসার্চ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।