বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে লিনিয়ার এক্সিলেটর মেশিন পুনরায় চালুর মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি সেবা শুরু

Event Image

বিএমইউতে লিনিয়ার এক্সিলেটর মেশিন পুনরায় চালুর মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি সেবা শুরু

Event Date: May 18, 2025 | Category: Event


বিএমইউতে লিনিয়ার এক্সিলেটর মেশিন পুনরায় চালুর মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি সেবা শুরু

জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার তাগিদ ভাইস চ্যান্সেলর মহোদয়ের

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত উন্নত প্রযুক্তির যন্ত্র লিনাক মেশিন (লিনিয়ার এক্সিলেটর) দিয়ে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। আজ রবিবার ১৮ মে  ২০২৫ইং তারিখে বিএমইউর এফ ব্লকে অনকোলজি বিভাগের উদ্যোগে এ বিষয়ে (লিনিয়ার এক্সিলেটর পুনরায় চালুকরণ) একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ। অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সারোয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমীন, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান (রতন) প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, মেডিক্যাল টেকনোলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন। তিনি তার বক্তব্যে রোগীদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ বন্ধ ও উচ্চবিত্তের মানসিকতা ত্যাগ করার জন্য সেবাদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয়ের বিষয়ে রোগীকে অবহিতকরণ, রোগীর মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ, চিকিৎসার সম্ভাব্য অগ্রগতির বিষয়ে রোগী বা তার স্বজনকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। ক্যান্সার বিভাগ থেকে গবেষণা কার্যক্রমে অধিকতর মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের নির্দেশ দেন।  মাননীয় ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বিদ্যমান গাইডলাইন অনুসরণ করে ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি দেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট ও বিজ্ঞানের সাথে সম্পর্কিত এমন নিজস্ব গাইডলাইন, প্রোটকল তৈরির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সাথে চিকিৎসাসেবা ও গবেষণায় সংশ্লিষ্ট সকল বিভাগসমূহকে সংযুক্ত করা ও শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টসহ সংশ্লিষ্ট সকল সাপোর্টিং স্টাফদের সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনকোলজি বিভাগের চিকিৎসাসেবা ও গবেষণাকে জোরদার করা এবং বিশ্বমানে উন্নীত করার তাগিদ দেন মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়।

অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, ক্যান্সারের চিকিৎসায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। রোগীরা অনেক আশা নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসে। চিকিৎসার জন্য বিদ্যমান সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে রোগীদের আশা পূরণে সচেষ্ট হতে হবে। রোগীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুনরায় লিনিয়ার এক্সিলেটর মেশিন চালু করা হলো। বিএমইউর উদ্দেশ্য ইনকাম করা নয়, বিএমইউর উদ্দেশ্য হলো গবেষণা কার্যক্রমকে তরান্বিত করা, রোগীরা যাতে সহজে ও স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা নিয়ে আরোগ্য লাভ করে সন্তুষ্ট নিয়ে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করা। সেই উদ্দেশ্য বাস্তবায়নে অধিক গুরুত্ব দিতে হবে। দেশেই যাতে রোগীরা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন, সে দিকে দৃষ্টি দিতে হবে।

অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কারো অনিয়মের দায় নিবে না। রোগীদের প্রতি সংশ্লিষ্ট সকলকে আরো সদয় হতে হবে। রোগীদেরকে যেনো অযথা আর্থিকভাবে চাপে ফেলা না হয়। রোগীরা যেনো প্রতারিত না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।

অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন তার বক্তব্যে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন বিভাগকে ইনস্টিটিউটে উন্নীত করার উপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ তার বক্তব্যে বিএমইউর অনকোলজি বিভাগে আরো একটি  লিনিয়ার এক্সিলেটর মেশিন চালু, ব্র্যাকিথেরাপি মেশিন চালু, দুই শিফটে রেডিওথেরাপি কার্যক্রম চালু, অনকোলজি বিভাগে কর্মরত সংশ্লিষ্টদের জন্য ঝুঁকিভাতা চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

সহযোগী অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন তার বক্তব্যে জানান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ হাজারের বেশি রোগীকে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একই সময়ে রেডিথেরাপির মাধ্যমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৩ সালে ব্র্যাকিথেরাপির মাধ্যমে ৭০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সম্পাদানা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions