বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপিত

Event Image

বিএমইউতে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপিত

Event Date: April 17, 2025 | Category: Event

বিএমইউতে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপিত
হিমোফিলিয়া সেন্টারকে কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টারে উন্নীত করা হবে: মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) র‌্যালিসহ নানা আয়োজনে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দিবসের উদযাপন শুরু হয় মনোজ্ঞ র‌্যালির মাধ্যমে। সকালে বিএমইউর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। র‌্যালিটি বটতলা থেকে বের হয়ে ডি ব্লকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, হিমোফিলিয়া দিবস পালনের মূল উদ্দেশ্য হল গণসচেতনা বৃদ্ধি করা। রক্তক্ষরণ রোগ হিমোফিলিয়া নিয়ে সমাজে যে কুসংস্কার আছে তা দূর করতে হবে। হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা যাতে সহলভ্য করা যায় তা নিশ্চিত করতে হবে। ওষুধ প্রাপ্তিকে সহজলভ্য করতে হবে। বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে যে হিমোফিলিয়া সেন্টার রয়েছে সেখানে মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচকে কাজে লাগিয়ে কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টারে উন্নীত করা হবে। সর্বোপরি হিমোফিলিয়া রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, হিমোফিলিয়া রোগ প্রতিরোধ ও রোগ নির্ণয়ে গুরুত্ব দিতে হবে।  মাড়ি থেকে রক্ত পড়া সমস্যা নিয়ে অনেক রোগী ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে আসেন কিন্তু তারা জানেন না যে তাদের হিমোফিলিয়া রোগ রয়েছে। তাই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, রক্তক্ষরণজনিত রোগ হিমোফিলিয়া শুধু পুরুষ নয় মহিলাদেরও হতে পারে। তাই এ বিষয়ে আরো সচেতন হতে হবে। রক্তের প্ল্যাজমাসহ যেসকল রক্তের ফ্যাক্টর হিমোফিলিয়া চিকিৎসায় প্রয়োজন হয় তা নিশ্চিত করা গেলে এই রোগে মৃত্যু হার হ্রাস পাবে।
হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ আদনান হাসান মাসুদ এর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উক্ত সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবীর, বিএমইউর হেমাটোলজি বিভাগের চেয়রম্যান অধ্যাপক ডা. মোঃ রফিকুজ্জামান খান, হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশ এর সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা হিমোফিলিয়া তথা সকল রক্তক্ষরণজনিত রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার উপরে গুরুত্বারোপ করেন। বক্তারা হিমোফিলিয়া সোসাইটির চিহ্নিত ৪ হাজার রোগী বাংলাদেশে রয়েছে উল্লেখ করে বলেন, সরকারী পর্যায়ে হিমোফিলিয়া রোগী চিহ্নিত করার উদ্যোগ নিলে প্রকৃতপক্ষে এই সংখ্যা ৫ থেকে ৬ গুণ বেশি হবে। বক্তারা হিমোফিলিয়া রোগে চিকিৎসার জন্য বিএমইউতে শয্যা সংখ্যা বৃদ্ধি, হিমোফিলিয়া চিকিৎসার জন্য রক্তের ফ্যাক্টর ৮, ফ্যাক্টর ৯, রক্তের প্ল্যাজমার অপ্রতুলতা দূরীকরণে সরকারের সহযোগিতা নিশ্চিত করা, এই রোগের চিকিৎসায় হেমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক, ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞগণসহ মনোরোগ বিদ্যা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বিত চিকিৎসাসেবা বাস্তবায়নের দাবি জানান।
এই দিকে দিবসটির উপলক্ষে একই দিন সকাল সাড়ে দশটায় হেমাটোলজি অব বাংলাদেশ, রোচ বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় ঢাকা ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মোঃ আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডা. মোঃ জয়নাল আবেদীন টিটো এবং অসংক্রামকব্যাধি নিয়ন্ত্রণ এর লাইন ডিরেক্টর ডা. সৈয়দ জাকির হোসেন।
গোলটেবিল বৈঠকে রোগীদের জন্য একটা কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, হিমোফিলিয়া গাইড লাইন চূড়ান্তকরণ এবং রোগীদের চিকিৎসার জন্য স্বল্পমূল্যে জরুরি ওষুধ সমূহের সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বাস্তবমুখী এবং স্বতঃস্ফূর্ত আলোচনা হয়।
দুপুর ১টার দিকে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা ক্লাবেই একটি বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। উক্ত অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. এবিএম ইউনূস এবং অধ্যাপক সালমা আফরোজ। বৈজ্ঞানিক অধিবেশনটিতে হিমোফিলিয়া রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা, হিমোফিলিয়া রোগীদের শল্য চিকিৎসা সম্পর্কিত গাইডলাইন এবং হিমোফিলিয়া রোগীদের জীবনযাপনের গুণগতমান উন্নতকরণের উপরে তিনটি গবেষণাপত্র পাঠ করা হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, অধ্যাপক মোঃ মনিরুজ্জামান এবং রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস ও ডা. জান্নতুল ফেরদৌস।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।   

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions