বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে বিশ্ব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি দিবস ২০২৫ উদযাপিত

Event Image

বিএমইউতে বিশ্ব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি দিবস ২০২৫ উদযাপিত

Event Date: April 26, 2025 | Category: Event

বিএমইউতে বিশ্ব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি দিবস ২০২৫ উদযাপিত


বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) তে আজ শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং তারিখে বিশ্ব ইন্টেলেকচুয়ার প্রোপার্টি (Intellectual Property) দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এবারে দিবসটির  স্লোগান হল ‘আইপি ও সঙ্গীত: বুদ্ধিবৃত্তিক সম্পত্তির স্পন্দন অনুভব করুন (IP and music: feel the beat of IP)’। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এই মেধাস্বত্ত্ব বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি দিবস উপলক্ষে বিএমইউতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় ও সেমিনার অনুষ্ঠিত হয়।  
এ সকল কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। মূল্যবান বক্তব্য রাখেন মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের এনজিও এফেয়ার্স ব্যুরো এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্ট্যাডিস এর কপি রাইট ও অনুষজ্ঞ ফ্যাকাল্টি জনাব খান মাহাবুব। দিবসটির তাৎপর্য তুলে ধরেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক ও আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী। র‌্যালিতে বিএমইউ এর ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, উপ-রেজিস্ট্রার (আইন, অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কপি রাইট করার মতো অনেক সম্পত্তি রয়েছে। আমাদের নিজস্ব অনেক কিছু রয়েছে। তবে এই বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নাই। তাই এই সম্পত্তি যথাযথভাবে সংরক্ষণ করাসহ তা  তুলে ধরা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কপি রাইট, প্যাটেন্ট রাইট করার বিষয়গুলো বা সম্পত্তিসমূহ উদাহরণ হিসেবে তুলে ধরেন।   


বিশেষ অতিথির বক্তব্যে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বিষয়ে মানুষকে আরো সচেতন  ও সম্পৃক্ত করতে হবে।   
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions