বিএমইউতে টারনিটিন সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ প্রদান
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে আজ বুধবার ১৩ আগস্ট ২০২৫ইং তারিখে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে টারনিটিন (Turnitin) সফটওয়্যার ব্যবহারবিধি ও কার্যকারিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় বিএমইউর সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। উল্লেখ্য, টারনিটিন সফটওয়্যার প্লেগারিজম চেক করতে ব্যবহার করা হয়, যা গবেষণাপত্র ও থিসিস এর নকল প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। টারনিটিন (Turnitin) একটি জনপ্রিয় সফটওয়্যার যা মূলত একাডেমিক চৌর্যবৃত্তি (plagiarism) সনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটি একটি অনলাইন টুল যা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের জমা দেওয়া লেখাগুলোর মৌলিকতা যাচাই করতে সহায়তা করে। টারনিটিন মূলত একটি বিশাল ডাটাবেসের সাথে তুলনা করে দেখে যে, জমা দেওয়া লেখাটি অন্য কোনো উৎস থেকে কপি করা হয়েছে কিনা।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।