বিএমইউতে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী
জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে: মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) এর শহীদ ডা. মিলন হলে আজ ১৫ জুলাই ২০২৫ইং, মঙ্গলবার অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান মাস (৩৬ জুলাই) পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদশর্নীর উদ্ভোধক ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। জাতীয় এই কর্মসূচীতে বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহকারী প্রক্টর ডা. মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুঃফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খান, উপ-রেজিস্ট্রার হুমায়ুন কবীর মহোদয়সহ উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচীতে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, জুলাই বিপ্লব আবেগের বিষয়। জুলাই বিপ্লব নিয়ে পৃথিবীর বহুদেশে পলিটিক্যাল সাইন্সে আগামী দিনে অনেক গবেষণা হবে। সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল বলেই জুলাই বিপ্লব সফল হয়েছে। কাঙ্খিত বিজয় এসেছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।
বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে। নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের কথা ভাবতে হবে। তবেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পারে।
প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের চেতনার বহিঃপ্রকাশ হয়েছে। জুলাই শহীদদের রক্তের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তাই জুলাই শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেটা স্মরণে রাখতে হবে।
ডেন্টাল অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীর বিষয় ও গুরুত্ব বিস্তারিত তুলে ধরেন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।