বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Event Image

বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Event Date: October 14, 2025 | Category: Event

বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নিয়ে (Consultative Workshop on National Research Need and Prioritization) একটি গুরুত্বপূর্ণ কর্মশালা আজ মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক এর সঞ্চালনায় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, বিএমআরসি এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, বিএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম মোস্তফা জামান প্রমুখসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা মেডিক্যাল কলেজ, নিপোর্টসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।     

কর্মশালায় অংশগ্রহণকারীরা বর্তমান ও আগামী দিনের কথা বিবেচনায় নিয়ে স্বাস্থ্যখাতে জাতীয় পর্যায়ে কোন ধরণের গবেষণার প্রয়োজন রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তা নির্ধারণ করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর্মশালায় মেথোডলজি নির্ধারণ বিশেষ করে ডেলফি মেথডলজি অনুসরণ করা, ইভিডেন্স বেইসড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা, স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ কাজ ইভিডেন্স এর উপর ভিত্তি করে সম্পন্ন করা,  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনের দিকে খেয়াল রাখা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ডায়াবেটিস, হাইপারটেরশনসহ অসংক্রামক রোগের প্রতি গুরুত্ব দেয়া, রিহ্যাবিলটেশন সেবা, স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্ব দেয়া, স্বাস্থ্য সংস্কার কমিশনের মতামতকে গুরুত্ব দেয়া, ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ সম্পন্ন করা, স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা, বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে স্বাস্থ্য গবেষণায় নেতৃত্ব ও পথ প্রদর্শকের ভূমিকা রাখাসহ সর্বোপরি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের গবেষণার চাহিদা পূরণ করার উপর বিজ্ঞজনেরা আলোকপাত করেন। তাদের এই আলোচনা জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতের গবেষণার চাহিদা পূরণের সাথে সাথে দেশের স্বাস্থ্যখাতের গবেষণার খাত যেমন সমৃদ্ধ হবে তেমন গবেষণা কার্যক্রমও সঠিক পথে এগিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে এ ধরণের কর্মশালাসমূহ স্বাস্থ্যখাতে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পর্যায়ের গবেষণার চাহিদা নির্ধারণে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। 

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার। 

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions