বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বিএমইউতে গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেডিক্যাল অডিটের যাত্রা শুরু

Event Image

বিএমইউতে গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেডিক্যাল অডিটের যাত্রা শুরু

Event Date: April 17, 2025 | Category: Event

ইভিডেন্স বেইসড মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ
বিএমইউতে গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেডিক্যাল অডিটের যাত্রা শুরু

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) তিন দিনব্যাপী ইভিডেন্স বেইসড মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা (Training Workshop on Evidence Based Medicine) আজ বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ইং তারিখে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রশিক্ষণার্থী বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ করেন। কর্মশালার তৃতীয় দিনে রিসোস পার্সন হিসেবে মূল বক্তব্য রাখেন ও প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ডেল মেডিক্যাল স্কুল এট ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন এর প্রফেসর রুমি আহমেদ খান, এমডি, এফসিসিপি। তার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয় ছিল “এন ইন্টারএ্যাক্টিভ ডিসকাশন অফ ক্লিনিক্যাল অডিট (An Interactive Discussion of Clinical Audit)”।  

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মেডিক্যাল অডিট এবং ইভিডেন্স বেইসড মেডিসিন (ইবিএম) বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা গুরুত্ব তুলে ধরেন। মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)-কে গণআকাঙ্খার বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। চিকিৎসাসেবার গুণগতমান বৃদ্ধিসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মেডিক্যাল অডিটের বিরাট ভূমিকা রয়েছে। দেশের উচ্চতর চিকিৎসাসেবা প্রদান ও উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানের প্রধানতম প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)। তাই বিএমইউ-কেই আন্তজার্তিক মানসম্পন্ন মেডিক্যাল শিক্ষা ও গবেষণা, উন্নতমানের চিকিৎসাসেবা প্রদানে নেতৃত্ব দিতে হবে। এখান থেকেই যাত্রা শুরু করতে হবে ইভিডেন্স বেইসড মেডিসিন, চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরি ইত্যাদির। আজ থেকে যাত্রা শুরু হলো গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মেডিক্যাল অডিটের।    

কর্মশালায় জানানো হয়, মেডিক্যাল অডিট (Medical Audit) হলো চিকিৎসা প্রতিষ্ঠানে প্রদত্ত চিকিৎসাসেবার মান, কার্যকারিতা এবং নিরাপত্তা মূল্যায়নের এমন একটি প্রক্রিয়া যা স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল অডিট (রোগীর চিকিৎসা সংক্রান্ত), ইনফেকশন কন্ট্রোল অডিট, মৃত্যু অডিট, ড্রাগ অডিট (ওষুধ ব্যবহারের পর্যালোচনা) ইত্যাদি মেডিক্যাল অডিটের অন্তর্ভুক্ত ।

বিএমইউ এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অবস এন্ড গাইনী বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, শিশু বিভাগ এবং ইন্টারন্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় আইকিউএসি এর ২০ জন শিক্ষক, চিকিৎসক অংশ নেন। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলী। উল্লেখ্য, কর্মশালার প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর এবং দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ জার্নাল এর নির্বাহী এডিটর অধ্যাপক ডা. এম. মোস্তফা জামান।
 
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।   

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions