বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৮৫ শিক্ষক, চিকিৎসককে ইভিডেন্স বেইসড মেডিসিনের উপর প্রশিক্ষণ প্রদান

Event Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৮৫ শিক্ষক, চিকিৎসককে ইভিডেন্স বেইসড মেডিসিনের উপর প্রশিক্ষণ প্রদান

Event Date: June 30, 2025 | Category: Event

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৮৫ শিক্ষক, চিকিৎসককে 
ইভিডেন্স বেইসড মেডিসিনের উপর প্রশিক্ষণ প্রদান 
অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার প্রতিরোধে ইভিডেন্স বেইসড মেডিনের গুরুত্ব 
অনস্বীকার্য: মাননীয় ভাইস অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, ইভিডেন্স বেইসড মেডিসন বা প্রমাণভিত্তিক চিকিৎসা প্রেসক্রিপশনে অপ্রোজনীয় ওষুধ লেখা বা চিকিৎসায় অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার প্রতিরোধে বিরাট ভূমিকা রাখবে। রোগীদের প্রয়োজনেই ইভিডেন্স বেইসড মেডিসিনের চর্চাকে উৎসাহিত করতে হবে। এতে করে রোগী যেমন বিজ্ঞানসম্মত চিকিৎসাসেবা পাবেন, রোগীর রোগ আরোগ্য লাভের মাধ্যমে উপকৃত হবেন, আবার চিকিৎসা ব্যয়ও কমে আসবে। একজন রোগী একাধিক চিকিৎসক দেখালেও প্রায় একই ধরণের পরামর্শ পাবেন অর্থাৎ একই রোগীর ক্ষেত্রে চিকিৎসক একাধিক হলেও প্রেসক্রিপশনে প্রায় একইরকমের পরামর্শ পাওয়া যাবে। তাই ইভিডেন্স বেইসড মেডিসন এর চর্চা দেশের সমগ্র চিকিৎসক সমাজের মাঝে অবশ্যই ছড়িয়ে দিতে হবে। আজ সোমবার ৩০ জুন ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত ইভিডেন্স বেইসড মেডিসিনের উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এবং ডা. তারেক রেজা আলী। 

অনুষ্ঠানে জানানো হয়, ইন্সটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ইভিডেন্স বেইসড মেডিসন উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত ১৭টি বিভাগের মোট ৮৫ জন শিক্ষক, চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই মহতী কার্যক্রম চলমান রয়েছে। ইন্সটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে নভেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ইং পর্যন্ত স্টাকচারড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট স্টেশন প্রিপারেশন, আউটকাম বেইসড কারিকুলাম, কোশ্চেন প্রিপারেশন এন্ড মর্ডারেশন, ক্রয় বিধিমালা, ই-জিপি ট্রেনিং, ইভিডেন্স বেইসড মেডিসন,  ইনটেলেকচুয়াল প্রোপারটিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৫ শত জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  

সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আকাশ। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions