বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯ শত ৭৬ কোটি ১১ লাখ টাকার বাজেট অনুমোদন

Event Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯ শত ৭৬ কোটি ১১ লাখ টাকার বাজেট অনুমোদন

Event Date: June 28, 2025 | Category: Event

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরে 
৯ শত ৭৬ কোটি ১১ লাখ টাকার বাজেট অনুমোদন
গবেষণা ও প্রশিক্ষণে বরাদ্দ ৩৮ কোটি ২০ লাখ টাকা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৯ শত ৭৬ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার বাজেট অনুমোদিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল ৮ শত কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা। এবছর বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে ১ শত ৭৫ কোটি ১২ লক্ষ ৭০ হাজার টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ১ শত ২৭ কোটি ৮৭ লাখ টাকা। আজ শনিবার ২৮ জুন ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটর ৯৭তম সভায় এই বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থাপিত বাজেটে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৩৭ কোটি ১০ লাখ এবং প্রশিক্ষণ খাতে ১ কোটি ১০ লাখসহ গবেষণা ও প্রশিক্ষণে ৩৮ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে চিকিৎসা ও শৈল্য খাতে (এমএসআর) ৮৭ কোটি টাকা। ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২১৭ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা। বাজেটে পূর্ত সংরক্ষণে ৯ কোটি টাকা, পণ্য সেবার উপখাত সমূহে ২৫ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা, যন্ত্রাংশ (মূলধন) উপখাতে ৪০ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বেতন বাবদ ২ শত ৩৩ কোটি ২৬ লক্ষ ৩১ হাজার টাকা, ভাতাদি বাবদ ১ শত ৯০ কোটি ২৭ লক্ষ টাকা এবং পেনশন মঞ্জুরী খাতে ৪৫ কোটি ১৫ লক্ষ ২৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাজেটে এ বছর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ হতে সম্ভাব্য প্রাপ্য বরাদ্দের পরিমাণ ৫ শত ৬৮ কোটি ৩৭ লক্ষ টাকা, শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) হতে ১ শত ৪৪ কোটি ৮৬ লক্ষ টাকা এবং নিজস্ব আয় ধরা হয়েছে ১ শত ৩৫ কোটি টাকা।

সিন্ডিকেট সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম জানান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা এবং গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ৮১ জন শিক্ষক, ৫৪৯ জন ছাত্রছাত্রীকে গবেষণার জন্য গ্র্যান্ট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়ন ও ক্রয় প্রক্রিয়া তরান্বিত করতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ করা হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের লক্ষে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তথ্য ও প্রযুক্তিখাতে, ইনফেকশন কন্ট্রোল এবং বইপত্র ও সাময়িকী উপখাতে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।

সিন্ডিকেট সভায় এই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর সম্মানিত সদস্য  প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন)  অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা ও শিক্ষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, পিএইচডি, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, বিএমডিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিসিপিএস সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমীন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, বিএফইউজে এর মহাসচিব কাদের গনি চৌধুরী, আমন্ত্রিত সদস্য প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
সম্পাদনায় ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। তথ্য সহায়তায়: মোঃ শামীম আহম্মদ। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions