বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রমাণভিত্তিক চিকিৎসা সেবায় গৌরবময় বৈশ্বিক স্বীকৃতি অর্জন

Event Image

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রমাণভিত্তিক চিকিৎসা সেবায় গৌরবময় বৈশ্বিক স্বীকৃতি অর্জন

Event Date: October 8, 2025 | Category: Event

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির
প্রমাণভিত্তিক চিকিৎসা সেবায়
গৌরবময় বৈশ্বিক স্বীকৃতি অর্জন
 
অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম ও ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানীকে অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান
 
ঢাকা, বাংলাদেশ, ৮ অক্টোবর ২০২৫: বাংলাদেশে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার (Evidence-Based Healthcare) ক্ষেত্রে একটি অসাধারণ অর্জন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU) ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার (EBHC) ডে কর্তৃক আনুষ্ঠানিকভাবে এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই আন্তর্জাতিক স্বীকৃতি বিএমইউকে বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহের কাতারে স্থান দিয়েছে, যারা প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে। এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে এই স্বীকৃতি বিএমইউ এর গবেষণা, চিকিৎসা উৎকর্ষতা, এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারের প্রতিফলন।
গর্বের সঙ্গে উল্লেখযোগ্য যে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, ভিডিওগ্রাফি ক্যাটাগরিতে এবং আইকিউএসি (IQAC)-এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানী কে ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে তাঁদের অসামান্য অবদানের জন্য।
এই অর্জন বিএমইউ-এর নেতৃত্ব, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল, যারা বৈশ্বিক স্বাস্থ্য ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এটি বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত, যা আন্তর্জাতিক স্বাস্থ্য ও একাডেমিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
“এই বৈশ্বিক উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত,” — এমন অনুভূতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ, যারা ভবিষ্যতেও উদ্ভাবন ও প্রমাণভিত্তিক চিকিৎসা শিক্ষায় নেতৃত্ব দিতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। ইভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস বা প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চার চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখবে এবং একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে লিখিত ওষুধ ও ইনভেস্টিগেশনে বড় ধরণের পার্থক্য এড়ানো সম্ভব হবে। এছাড়া মেডিক্যাল অডিট, ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চায় ইভিডেন্স বেইজড মেডিসিনের বিরাট গুরুত্ব রয়েছে, যা চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গণগত মানবৃদ্ধির মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়নে বড় পরিবর্তন সাধন করবে।
তথ্য সহায়তায়: ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। নিউজ: প্রশান্ত মজুমদার।
© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions