বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ, চিকিৎসা শিক্ষার প্রসারে অবদান রাখা মহান শিক্ষক অধ্যাপক ডা. মবিন খান স্যার-এর স্মরণ সভা অনুষ্ঠিত

Event Image

বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ, চিকিৎসা শিক্ষার প্রসারে অবদান রাখা মহান শিক্ষক অধ্যাপক ডা. মবিন খান স্যার-এর স্মরণ সভা অনুষ্ঠিত

Event Date: November 1, 2025 | Category: Event


 
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ, চিকিৎসা শিক্ষার প্রসারে অবদান রাখা মহান শিক্ষক
অধ্যাপক ডা. মবিন খান স্যার-এর স্মরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ, হেপাটোলজি (লিভার) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশে লিভার রোগের পথিকৃৎ, লিভার রোগ চিকিৎসা শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদান রাখা মহান শিক্ষক, আদর্শ চিকিৎসক, অনুসরণীয় ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মবিন খান স্যার-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ নভেম্বর ২০২৫ইং তারিখ শনিবার বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিএমইউর হেপাটোলজি বিভাগ, হেপাটোলজি সোসাইটি, এসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

সভাপতির বক্তব্যে বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, অধ্যাপক ডা. মবিন খান স্যার ছিলেন গতিময় জীবনের অধিকারী। সময়ানুবর্তিতায় তিনি ছিলেন অতুলনীয়। প্রতিদিন ৮টার আগেই অফিসে আসতেন। প্রতিকূল পরিস্থিতিতেও যেকোনো কাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন অতুলনীয়। ছিলেন ধার্মিক মানুষ। পারফেক্টলি ক্লিনিক্যাল এক্সপারটাইজ এর বিষয়ে বর্তমান ছাত্রছাত্রীদের জন্য তিনি হলেন অনুসরণীয় শিক্ষক। কাজের ক্ষেত্রে তিনি ছিলেন নিখুঁত কাজের কারিগর। অসাধারণ যোগ্যতার অধিকারী অধ্যাপক ডা. মবিন খান স্যারের গুণাবলী বর্তমান চিকিৎসকরা, রেসিডেন্টরা অনুসরণ না করলে উচ্চতর মেডিক্যাল শিক্ষা আগামী দিনে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই বর্তমান চিকিৎসক সমাজকে মবিন খান স্যারের গুণাবলী অনুসরণের মাধ্যমে চিকিৎসা পেশাকে উজ্জ্বল থেকে আরো উজ্জ্বলতর করবেন এটাই কাম্য।
 
প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, তিনি ছিলেন কর্মব্যস্ত বিরল মানুষ। একাডেমিক ক্ষেত্রে তার একাগ্রতা ছিল অতুলনীয়। চিকিৎসা শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও তিনি বিরাট অবদান রেখেছেন। গণমানুষের চিকিৎসাসেবায় অবদানের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ গোলাম আজম ও বিএমইউর হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মোঃ সেলিমুর রহমান, অধ্যাপক ডা. এম এ কাশেম খন্দকার, অধ্যাপক ডা. ফজলুল হক, বিসিপিএস এর সেক্রেটারি অধ্যাপক ডা. এবিএম জামাল, এসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোস্তাক আহমেদ, ডা. শাহেদ আহমেদ সেতু, মবিন খান স্যারের সহধর্মিনী মিসেস মুনা খান প্রমুখ।
 
তারা বলেন, তিনি ছিলেন কাজ পাগল মানুষ। বাংলাদেশে হেপাটোলজি মজবুতভিত্তি রচনা করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে তাঁর ছাত্রছাত্রীদের হাতে কলমে শিখিয়ে গেছেন। আন্তর্জাতিক পরিমন্ডলে তাঁর বিচরণ ছিল সীমাহীন। বাংলাদেশে লিভার বিভাগ প্রতিষ্ঠা, কোর্স চালু, লিভার চিকিৎসকদের জন্য পদ সৃষ্টিসহ লিভার বিভাগকে প্রতিষ্ঠা থেকে আজকের পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ভূমিকা রেখেছেন।

স্মৃতিচারণমূলক বক্তব্য শেষে অধ্যাপক ডা. মবিন খান স্যারের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিএমইউর হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মবিন খান স্যারের স্মৃতি সংরক্ষণার্থে স্যারের স্মরণে একটি ডিজিটাল ক্লাস রুমের শুভ উদ্বোধন করা হয়। 


সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

Other News & Events

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions