বাংলদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে
বেটার ইমপ্লিমেন্টেশন অফ ওর্যাল-প্রাকটিক্যাল এ্যাসেসমেন্ট ইন আন্ডারগ্রাজুয়েট এনাটমি বিষয়ক কর্মশালা
বাংলদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে আজ শনিবার ১৯ এপ্রিল ২০২৫ইং তারিখে এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে “বেটার ইমপ্লিমেন্টেশন অফ ওর্যাল-প্রাকটিক্যাল এ্যাসেসমেন্ট ইন আন্ডারগ্রাজুয়েট এনাটমি (Better Implementation of Oral-Practical Assessment in Undergraduate Anatomy )” শীর্ষক কর্মশালার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। কর্মশালায় এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এএইচএম মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।