বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান

Event Image

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান

Event Date: April 4, 2025 | Category: Event

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ)
বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শনিবার ৫ এপ্রিল

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ শনিবার ও ২ এপ্রিল, বুধবার খোলা ছিল। শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই সহস্রাধিক রোগীর চিকিৎসাসেবা প্রদান করেন বিএমইউ এর চিকিৎসকবৃন্দ। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন রোগীদের ও জরুরি বিভাগে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।
২৯ মার্চ শনিবার, ঈদুল ফিতরের দিন ৩১ মার্চ সোমবার ও ২ এপ্রিল, বুধবারসহ প্রায় প্রতিদিনই মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম হাসপাতালে এসেছেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নিয়েছেন। এ সময় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল করিম, শিশু নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আবু নাসের, মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ঈদের দিন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধারাসহ সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। এছাড়া ঈদের দিন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মহোদয় শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেন। এছাড়াও বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে ক্বদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ শনিবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদ উল ফিতর ২০২৫-এর ঈদের জামাত ঈদের দিন ৩১ মার্চ সোমবার সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ-এর পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।  

ঈদ পুনর্মিলনী আগামীকাল শনিবার
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী আগামীকাল শনিবার ৫ এপ্রিল ২০২৫ইং তারিখে সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত  অনুষ্ঠিত হবে।  বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরগণ, কোষাধ্যক্ষ মহোদয় সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সকল শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সকল চিকিৎসক,  কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকল কর্মচারীদের সাথে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হবেন। আগামীকাল শনিবার ৫ এপ্রিল ২০২৫ইং তারিখে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ, বিভাগসমূহ, হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা থাকবে।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions