বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

ডাক্তার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদন্ডে উন্নতি হওয়া জরুরি

Event Image

ডাক্তার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদন্ডে উন্নতি হওয়া জরুরি

Event Date: May 31, 2025 | Category: Event

পেডিয়াট্রিক এন্ড এডোলোসেন্ট গাইনোকোলজি সোসাইটির প্রি-কংগ্রেস অনুষ্ঠিত
ডাক্তার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদন্ডে 
উন্নতি হওয়া জরুরি: মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম 

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, চিকিৎসা পেশায় বর্তমানে ডাক্তার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর পারস্পরিক সম্পর্ক বহুল আলোচিত এবং সমালোচিত হয়ে উঠেছে নৈতিকতার প্রশ্নে। এক্ষেত্রে ডাক্তার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদন্ডে উন্নতি হওয়া জরুরি। ফার্মাসিউটিক্যাল কোম্পানিকেও নৈতিকতার সীমা মানতে হবে। ডাক্তারদেরকেও চিকিৎসা পেশার মর্যাদা ও গুরুত্বকে অনুধাবন করে রোগীদেরকে সেবা দিতে হবে। চিকিৎসকের দায়িত্ব হলো রোগীর সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা, যা কখনোই কোনো কিছুর দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। রোগীর স্বার্থের পরিপন্থী এবং চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো কিছু করা কোনোভাবেই কাম্য নয়। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোরও উচিত তাদের বিপণন কৌশলে নৈতিকতা বজায় রেখে পেশাগত সততার সাথে দায়িত্ব পালন করা। ডাক্তার ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পারস্পরিক সহযোগিতায় গড়ে তুলতে হবে বিশ্বাসযোগ্য ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা। যেখানে সবচেয়ে গুরুত্ব পাবে মানবিকতার সাথে সাথে রোগীর কল্যাণ ও যথাযথ চিকিৎসাসেবা। বিএমইউর শহীদ ডা. মিলন হলে বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ তারিখে পেডিয়াট্রিক এন্ড এডোলোসেন্ট গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ এর ্দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন উপলক্ষে প্রি-কংগ্রেস এর অংশ হিসেবে ‘মাস্টার ক্লাস অন এডোলোসেন্ট এন্ডোক্রাইনোলজি’ বিষয়ক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য মাননীয় ভাইস চ্যান্সেলর এসব কথা বলেন।

এসময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইভিডেন্স বেইজড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাকে উপেক্ষা করার সুযোগ নাই। প্রমাণভিত্তিক চিকিৎসাকে ছড়িয়ে দিতে পারলে রোগী তথা জনস্বার্থ সংরক্ষণসহ সামগ্রিক চিকিৎসায় বিরাট পরিবর্তন আসবে। প্রমাণভিত্তিক চিকিৎসা প্রয়োগের মাধ্যমে রোগীদের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার উদ্যোগ সংশ্লিষ্ট সকলকে নিতে হবে।

অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম আরো বলেন, চিকিৎসাসেবার গুণগতমান বৃদ্ধিসহ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মেডিক্যাল অডিটের বিরাট ভূমিকা রয়েছে। বর্তমান সময়ে মেডিক্যাল অডিট কথাটিই যেনো হারিয়ে যেতে বসেছে। কিন্তু মেডিক্যাল অডিট এর মাধ্যমেই চিকিৎসাসেবাকে কাঙ্খিত মানে উন্নীত করা সম্ভব। তাই এক্ষেত্রে সকলকেই আরো  সচেতন ও উদ্যোগী হতে হবে। 

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions