বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড চালু

Event Image

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড চালু

Event Date: August 14, 2025 | Category: Event

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো 
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড চালু 

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো চালু হলো ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড। রেডিওথেরাপি চিকিৎসার  গুণগতমান নিশ্চিতকরণ, রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে এই চার্ট রাউন্ড চালু করা হয়েছে।  এখন থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে প্রতিটি রেডিওথেরাপী রোগীর চিকিৎসা শুরু আগে ট্রিটমেন্ট প্ল্যানিং সম্পন্ন করতে নিয়মিত চার্ট রাউন্ডের মাধ্যমে ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট ও টেকনোলজিস্টরা বসে যাচাই বাছাই করবেন। এই প্রক্রিয়ায় এতে দেশীয় ক্যান্সার বিশেষজ্ঞ, মেডিক্যাল ফিজিসিস্ট এবং বিদেশি বিশেষজ্ঞরা অনলাইনে যুক্ত হয়ে অংশ নেবেন।  “চার্ট রাউন্ড” হলো নিয়মিত বৈঠক, যেখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একসাথে বসে চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করেন। এতে শুরুতেই সম্ভাব্য ভুল ধরা যায়, প্রমাণভিত্তিক নিয়ম মেনে চলা হয় এবং চিকিৎসা আরও ভালো করার সুযোগ পাওয়া যায়।

আজ ১৪ আগস্ট ২০২৫ইং তারিখে এফ ব্লকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়েজিত এক অনুষ্ঠানে বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর শুভ উদ্বোধন করেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন বিএমইউ এর  ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশে ক্যান্সারসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোতেও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে। অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, রেবোটিক রেডিওথেরাপী স্থাপন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে বিএমইউ ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন ও প্রোটন থেরাপি স্থাপন ও চালু করা হবে। ক্যান্সার বিষয়ে শিক্ষা, গবেষণা ও সেবাসহ সকল ক্ষেত্রেই ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশে নেতৃত্ব দিবে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন হোসেন বলেন, চার্ট রাউন্ড রোগীর চিকিৎসার গুণগত মান রক্ষায় সাহায্য করবে। তিনি জানান, রোগী ব্যবস্থাপনার মানোন্নয়ন, দলবদ্ধ চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসা ত্রুটি হ্রাস করা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ, মেডিকেল নথি সঠিক ও আপডেট রাখা ইত্যাদিতে চার্ট রাউন্ডের অপরিসীম ভূমিকা রয়েছে। চার্ট রাউন্ড হলো রোগীসেবার মান উন্নয়নের একটি অপরিহার্য প্রক্রিয়া, যা চিকিৎসা ব্যবস্থাপনায় দলগত সমন্বয়, নির্ভুলতা এবং গুণগত মান নিশ্চিতে বিরাট ভূমিকা রাখে। 

  
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

 

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions