বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে বিএসএমএমইউর কোয়ালিটি অ্যাস্যুরেন্স কমিটি (কিউএসি) এর ১৫তম সভা কমিটির সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সভাপতিত্বে সুপার স্পেশলাইজড হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী। সভায় সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আউটকাম বেইসড কারিকুলাম রুপান্তর, এভিডেন্স বেইসড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ ও প্রচারণা, বিভিন্ন অনুষদের উন্নয়নসহ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্পাদনা: সাইফুল আজম রঞ্জু। ছবি: মো: আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।