বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
Bangladesh Medical University

ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত, ছুটির মাঝে বহির্বিভাগে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান

Event Image

ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত, ছুটির মাঝে বহির্বিভাগে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান

Event Date: June 14, 2025 | Category: Event

সম্পূর্ণরূপে খুলেছে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত  

ছুটির মাঝে বহির্বিভাগে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম আজ ১৪ জুন ২০২৫ইং তারিখ, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদুল আযহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীগণ, পরিচালকবৃন্দ, অফিস প্রধানগণ, কর্মকর্তাবৃন্দ, নার্স ও কর্মচারীবৃন্দ অংশ নেন। 


ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ সফি উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান, অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটো, ইন্টারন্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালেদ মাহবুব মোর্শেদ (মামুন), অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান, এনডিএফ এর বিএমইউ শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূ্ঞাঁ, উপ-রেজিস্ট্রার (আইন, অতিরিক্ত দায়িত্ব) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) মহোদয়ের একান্ত সচিব মোঃ হুমায়ুন কবীর, সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ আনিছ উর রহমান, সম্মানিত কোষাধ্যক্ষ মহোদয়ের একান্ত সচিব সাবিনা ইয়াসমীন, কর্মকর্তা মোঃ ইয়াহিয়া খান, এটিএম আমিনুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান আমিন, মোঃ শামীম আহম্মদ, মোঃ ইলিয়াস খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।   


এদিকে পবিত্র ঈদুল আযহার ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)’র বহির্বিভাগে প্রায় আড়াই হাজার (২৪৪০) জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ৫ জুন, রবিবার ৮ জুন এবং বুধবার ১১ জুন এই ৩ দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  বিএমইউর সম্মানিত চিকিৎসক, রেসিডেন্টগণ রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা ছিল ও বর্তমানে তা অব্যাহত রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু ছিল ও বর্তমানে তা চালু রয়েছে।   


উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহার ছুটির বন্ধের পর আজ ১৪ জুন ২০২৫ইং তারিখ শনিবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল সম্পূর্ণরূপে খুলেছে। 


সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

© 2025 Bangladesh Medical University (BMU). All rights reserved. | Privacy Policy | Terms & Conditions