ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) এর সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) এর গুরুত্বপূর্ণ সভা আজ সোমবার ৭ এপ্রির ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও আইআরবির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সভায় আইআরবির সদস্য অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক ডা. তাবাসছুম পারভীন, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মওদুদল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ ফেরদৌস উর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, ডা. ফারিহা হাসিন, ডা. সামশুল আলম, ডা. মোঃ ফজলে রাব্বি চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম, ডা. মোঃ সাইফুল ইসলাম, ডা. মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদার, ডা. মোঃ শহিদুল ইসলাম খান, ডা. আবু ছালেহ মোহাম্মদ আবু ওবায়দা, ডা. রেহেনা রাজ্জাক খান, ডা. মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড (আইআরবি) বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়ন, আন্তজার্তিকমানের গবেষণা তৈরিতে বিরাট অবদান রাখছে। আইআরবি হলো এমন একটি নীতি নির্ধারণী কমিটি যার প্রধান কাজ হলো গবেষণামূলক কার্যক্রমের নৈতিকতা, মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষ করে এই কমিটি গবেষণা প্রকল্পের অনুমোদন প্রদান, গবেষণার নৈতিকতা পর্যালোচনা, ঝুঁকি মূল্যায়ন, গবেষণা চলাকালীন নজরদারি, গবেষণায় অংশগ্রহণকারীদের সুরক্ষা ইত্যাদি নিশ্চিতকরণে ভূমিকা রাখে।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।