বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের মাল্টিপারপাস হলে ইএনটি জার্নাল ক্লাব বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। অনুষ্ঠানে অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এইচ এম জহিরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক এ আল্লাম চৌধুরী প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।