বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে সভা অনুষ্ঠিত

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে সভা অনুষ্ঠিত

18 Oct, 2025 09:00 AM - 18 Oct, 2025 10:00 AM |

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে হলে আজ শনিবার ১৮ অক্টোবর ২০২৫ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ছাড়াও সম্মানিত ডীনবৃন্দ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ ওই সভায় সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সভায় বিএমইউ এর সম্মানিত প্রোÑভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। 
সভায় বিএমইউ এর শিক্ষা, সেবা ও গবেষণা, উন্নয়নসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম আরো জোরদার ও সুনিশ্চিত করা, বেতার ভবনের সঠিক ব্যবহার, অনলাইন সেবা কার্যক্রম, নৈতিক চর্চা, আইআরবিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।